“গোষ্ঠ ভবন”–একটি যৌথ পরিবারের স্মৃতিকথা
(contact –himansu.pal.90@gmail.com)
Please click below:
Gostobhabaner Sankalpo
কৃতজ্ঞতা স্বীকার: –
যার সহযোগিতায়, যার প্রচ্ছন্ন উৎসাহদানে পুরো বইটা লেখা সম্ভব হয়েছে সে ব্যক্তি আর কেউ নয়, সে আমার ধর্মপত্নী তমালিকা দেবী। সম্পূর্ণা নন্দী, আমার নাতনি, গোষ্ঠ ভবনকে প্রচ্ছদ ও অলঙ্করণের শৈল্পিক মোড়কে সুসজ্জিত করেছে। তার সৃষ্টি গোষ্ঠ ভবনের বসতবাড়ি ও সদর ঘর লেখকের অনেক বাল্যস্মৃতি উস্কে দিয়েছে। বিশেষভাবে কৃতজ্ঞ দেবু চৌধুরীর কাছে যিনি অনলাইন ম্যাগাজিন “US BENGAL FORUM” এ গোষ্ঠ ভবনের পর্বগুলো পাবলিশ করে এসেছেন।
“টিম গোষ্ঠ ভবন”-এর সম্পাদকেরা হলেন – অর্ণব রায়, অপূর্ব সৎপতি, মিতা মাজি দে, পায়েল পাল ও রাজন পাল, যাঁরা কঠোর পরিশ্রম দিয়ে গোষ্ঠ ভবনের সমস্ত লেখাগুলো পরিশোধিত ও সংশোধিত করে এসেছেন।
প্রতিবেশী জ্ঞাতি পরিবারের ছোট কর্তা গুণধর পাল ও দ্বিতীয় প্রজন্মের তপন পাল অনেক তথ্য জুগিয়েছেন এবং তাঁদের পরিবার নিয়ে লেখাকে অনুমোদন করেছেন।
আমরা আরো কৃতজ্ঞ সে সব সুহৃদয় ব্যক্তির উপর যাঁরা অনেক ধৈর্য ও সময় দিয়ে লেখাগুলো রিভিউ করেছেন, মূল্যবান ফিডব্যাক দিয়েছেন ও শুভেচ্ছাবাণী পাঠিয়ে বইটাকে একটা নতুন মাত্রা দিয়েছেন।
বিশেষ ভাবে যাঁরা উল্লেখযোগ্য তাঁরা হলেন আমার হাই স্কুলের বন্ধুরা- বাণী, সন্দীপ, মৃণাল, ডালিয়া, গৌরাঙ্গ, রীণা ও চিত্তদা।
রামকৃষ্ণ মিশন স্টুডেন্টস হোমের দাদা, ভাই ও বন্ধুরা বিশেষ করে সৌমেন রায়, তপন মুখার্জী, কালোবরণ মাইতি, আশিস ঘোষ, ইন্দ্রজিৎ ঘোষ ও স্বপন অধিকারী।
IIEST- র সহপাঠী ও বন্ধুরা, বিশেষ করে শম্পা, সুদিন, দেবজ্যোতি লাহিড়ী, নন্দিতা, অতীন্দ্র, গুরুপদ, দেবজ্যোতি চক্রবর্তী, ময়ুখ ও সুপ্তেন্দু বিশ্বাস, শান্তনু ও বৈশালী, শর্মিষ্ঠা দি ও অরূপ দা।
ফ্যামিলি ফ্রেন্ড শুভ্রা দত্ত ও তুলতুল মজুমদার। মামাতো বোন সুতপা কুণ্ডু।
হিন্দু স্কুলের সম্মাননীয় শিক্ষক রমাপ্রসাদ রায়, প্রবাসী লেখিকা ও সম্পাদিকা কৃষ্ণা চৌধুরী।
সবশেষে, সবাইকে উল্লেখ করা সম্ভব হয়নি, গোষ্ঠ ভবনের পরিবার, আত্মীয় ও বন্ধুসকল।
Comments »
No comments yet.
RSS feed for comments on this post. TrackBack URL
Leave a comment