হৃদয়ের উত্তাপ নিয়ে মনে ছিল কত আশা
নিরাশার আগুনে পুরে সব হল ছাই,
পাতালে ডুবে থাকা ফ্যাকাসে চোখ আর জঠরের ক্ষুধা
নিয়ে এখনও চলছে বেচে থাকার লড়াই। অথচ
সামনেই আছে রাতের গভীরে লুকিয়ে রাখা
ভদ্দর লোকের কোটি কোটি আশার প্রদীপ,
পারিনা ছিনিয়ে নিয়ে ক্ষুধার আগুন নেভাতে?
না, পারিনা, আমি যে লেখাপড়া না জানা
একজন সাধারণ মানুষ, জানি শুধু ভাগ্যের দোষ
দিতে। খেটে খাবো, সে উপায়ও নেই, একশ দিনের
কাজ নেই, টাকা নেই, নেতা বলেছে তাই চেয়ে
থাকি উপরে, কবে শেষ হবে এ খরা, শুকনো
মাঠ হবে সবুজ চাদরে ঢাকা, অপুষ্টির ছোট্ট
গাছটা তুলে ধরবে ওর সবুজ লিক লিকিয়ে
বেড়ে উঠা ফণা, থাকবে চোখে সলজ্জ হাসি
আর ভবিষ্যতের প্রতিশ্রুতি।
মনে আশা নিয়ে সাধারণ মানুষ রাত জাগে
কবে আসবে সে বসন্ত, যখন দুটো ভাত পেয়ে
সজীব হয়ে উঠবে শুধু হাড় সর্বস্ব বঞ্চিত ওর ছোট্ট
শিশুটা, মনে শুধু সন্দেহ আর দ্বিধা – বসন্ত আসবে তো?
Comments »
No comments yet.
RSS feed for comments on this post. TrackBack URL
Leave a comment