আমরা হাঁটছি সামনে – একটু একটু করে এগোচ্ছি
দুর্ণীতির কাঁটা বঞ্চনার ক্ষতের জন্য
আজ আমদের পা রক্তস্নাত, আমাদের বঞ্চিত
বেদনার্ত হৃদয় আজ অদম্য
আমরা কিন্তু থেমে নেই
আমরা হাঁটছি। আশ করছি সামনেই
পাবো শান্তি আর ন্যায়ের কুসুম কুসুম
নরম সবুজ ঘাস – আর আমাদের চির কাঙ্খিত
নতুন আশাপূর্ণ ন্যায়সূর্য – আমরা থেমে নেই,
আমরা হাঁটছি – তোমরাও এসো আমাদের সাথে
পা মেলাও, বুঝতে পারবে কি অপরিসীম তোমার
শক্তি, কথা দিচ্ছি তোমরাও হাঁটবে সকলের সাথে,
খুঁজে পাবে নতুন আশার আলোক দিগন্ত।
অত্যাচার আর অত্যাচারীর নেই কোন জাত,
নেই ধর্ম, ওরা লোভী, ওরা দুর্বল -তোমার
দৃঢ় সংকল্প আর পদ সঞ্চালনে ওরা ভী্ত, সন্ত্রস্ত
পালাবার পথ খুঁজছে – ওরা জানে তোমার
স্থির প্রত্যয় আর সত্যের বাণে ভ্রষ্টাচারীর মৃত্যু
নিশ্চিত, কারণ তোমরা আমরা প্রতিজ্ঞাবদ্ধ,
হাঁটছি আর সামনে এগোচ্ছি।
ওই দেখ আশার হিমশৈলের চূড়ায় আজ
সূর্যের আলোকে ছড়িয়ে পরছে আমাদের
নতুন জীবনের ইঙ্গিত আর বর্ণময় রশ্মি।
আমরা থামব না তুমি, আমি, আমরা
সকলে হাঁটছি – আমাদের লক্ষ্য সুন্দর
শোষনহীন সমাজে ন্যায় ও সত্যের
প্রতিষ্ঠা। আমরা থামছি না, আমরা হাঁটছি।
khub bhalo laglo. Han, amra sabsamy hatchi kichu pabar uddeshe.
Comment by amitabha Chatterjee — April 4, 2024 @ 8:58 pm
দিলীপ বাবুর, স্থির প্রত্যয়ের শব্দ বুনন ভালো লাগলো।
Comment by Shib Shankar Pal — June 29, 2024 @ 3:56 am