Q3-2024
Writer – নীলকণ্ঠ সাহা
আকাশ আজকে সেজেছে তেমন করে—
যেমন করে নববধূ সাজে;
সেইদিকেতেই তাকিয়ে থাকি শুধু,
মন লাগেনা আর যে কোনো কাজে।
পেঁজা সাদা তুলোর মতো মেঘ
যাচ্ছে ভেসে কোন অজানার পানে;
দমকা হাওয়ায় কোন সে গোপন কথা
বলছে এসে আমার কানে-কানে।
সূর্যালোকের তীক্ষ্ণ রোদের ফালা
নেমে আসছে চিড়ে মেঘের বুক;
কখন আবার সূয্যিমামা লাজে
মেঘের কোলে লুকোচ্ছে তার মুখ।
নীল আকাশে ভাঙা-গড়ার খেলা
মেঘের গায়ে চলছে অবিরত;
আকাশপটে আজকে মেঘের দল
আমায় এসে গল্প শোনায় কতো।
অনেক দূরের সেই অচেনা দেশে
ঘুমিয়ে যেথা আছে রাজার মেয়ে;
রাজপুত্র পক্ষীরাজে চেপে
সেই দেশেতেই যাচ্ছে বেগে ধেয়ে।
উড়িয়ে ধুলো তেপান্তরের মাঠে,
সাত-সমুদ্র-তেরো-নদী ফেলে;
রাজকণ্যা উঠবে যেথায় জেগে
সোনার-রূপার কাঠির ছোঁয়া পেলে।
সেই যে দেশে ব্যাঙ্গমা দেয় পথ,
ব্যাঙ্গমী তার জুড়োয় যেথা প্রাণ;
মন খুশিতে ওঠে যেথায় মেতে
শুনতে পেলে শুক আর সারির গান।
সেই যেখানে আছে দত্যি-দানো,
আর আছে এক চড়কা-কাটা বুড়ি;
রূপকথার ওই কল্পনার-ই নীলে
ওড়ে যেথায় শৈশবের-ই ঘুড়ি।
সেই-সে ছেলেবেলার অচীনপুরে
যাচ্ছে ভেসে মেঘের ভেলা আজ;
ইচ্ছে করে যাই সে-দেশে ছুটে
ফেলে রেখে আমার সকল কাজ।।
Comments »
No comments yet.
RSS feed for comments on this post. TrackBack URL
Leave a comment