সনেট – ১
ব্রাত্য
রীতি : শেক্সপীয়রীয় সনেট
ছুঁড়ে ফেলা কচি দেহ পথের আবর্জনার পাশে
ধুকপুক করছিল তখনও কচি প্রাণখানি
সারমেয়রা পারতো ছিঁড়ে খেতে তাকে অনায়াসে
ওরা করেছিল রক্ষা পশু তবু চেতনা হারেনি।
সীমাহীন লালসারা নিয়ন্ত্রনহীন দাবানলে
অনাবশ্যক জাতিকা পরিচয় হীন পড়ে থাকে
শকুন্ত পাখার ছায়া রক্ষা করেছিল পুরাকালে
অনাত্মীয় তপোবন জীবন দিয়েছিল কন্যাকে।
প্রাণের বোধন হয় গর্ভের শান্ত স্নেহ উত্তাপে
প্রকৃতির বিরুদ্ধতা সভ্যতার প্রাচীন স্বভাব
দমবন্ধ নীতিকথা সহজে প্রাণের মূল্য মাপে
মাতৃকোল ত্যাজ্য শিশু বাত্য হয় প্রাণের উদ্ভব।
শকুন্তলা অযাচীত, কর্ণরা বর্জিত ভেসে যায়
কত প্রাণ হিমঘরে,নিথর কবরে স্থান পায়।
সনেট -২
যারা চলে যায়
চিরকাল থেকে যায় কিছু অপূরনীয় শূণ্যতা
কিছু ক্ষত কিছু ক্ষতি অবিনশ্বর জীবনভর
আমৃত্যু বয়ে বেড়ানো সকল অমোঘ নিরবতা
শুধু স্মৃতি হয়ে থাকে মানুষগুলোর কন্ঠস্বর।
নিশ্চিন্ত অঙ্কুরোদ্গম যাদের স্নেহছায়ায়,কোলে
তারা চলে গেল সব যবনিকার সমাপতনে
মুচড়ে ওঠা স্মৃতিরা রয়ে গেল বুকের অতলে
মুহুর্তরা বেঁচে থাক মনের দেরাজে সযতনে।
ফিরবেনা জানি ওরা আলোর দেশের পথযাত্রী
মৃত্যু সবচেয়ে সত্যি তবু মিথ্যে নয় ভালোবাসা
প্রভাতী আলোর মাঝে যেমন লুকানো মহারাত্রি
তেমন করে জীবনে মহাপ্রাণের যাওয়া আসা।
যতো বেশি হাহাকার জাগে হৃদয় মনিকোঠায়
ততোখানি মনমাঝে তোমাদের অস্তিত্ব জাগায়।
চিরকাল থেকে যায় কিছু অপূরনীয় শূণ্যতা
কিছু ক্ষত কিছু ক্ষতি অবিনশ্বর জীবনভর
আমৃত্যু বয়ে বেড়ানো সকল অমোঘ নিরবতা
শুধু স্মৃতি হয়ে থাকে মানুষগুলোর কন্ঠস্বর।
নিশ্চিন্ত অঙ্কুরোদ্গম যাদের স্নেহছায়ায়,কোলে
তারা চলে গেল সব যবনিকার সমাপতনে
মুচড়ে ওঠা স্মৃতিরা রয়ে গেল বুকের অতলে
মুহুর্তরা বেঁচে থাক মনের দেরাজে সযতনে।
ফিরবেনা জানি ওরা আলোর দেশের পথযাত্রী
মৃত্যু সবচেয়ে সত্যি তবু মিথ্যে নয় ভালোবাসা
প্রভাতী আলোর মাঝে যেমন লুকানো মহারাত্রি
তেমন করে জীবনে মহাপ্রাণের যাওয়া আসা।
যতো বেশি হাহাকার জাগে হৃদয় মনিকোঠায়
ততোখানি মনমাঝে তোমাদের অস্তিত্ব জাগায়।
Comments »
No comments yet.
RSS feed for comments on this post. TrackBack URL
Leave a comment