অনলাইন আবৃত্তি প্রতিযোগিতা ☘️
আবৃত্তিকার : দেবস্মিতা দত্ত
বয়স : ১১
কবিতা :পূজার সাজ (রবীন্দ্রনাথ ঠাকুর )
বিভাগ : ক (A)
জেলা : কোলকাতা
সিরিয়াল নং : ১৮৭
———————————————————–
☘️ নিয়মাবলি পড়ে অনলাইন আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন 🙏🏻
☘️ Online Recitation Competition ☘️
Organized by : Voice Literary Cultural Organization
Govt Reg. No : S0014581
(Registered Under West Bengal Society Registration Act XXVI of 1961)
☘️ ৩ বছর থেকে শুরু করে সকলেই অনলাইন আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন।
☘️ .অনলাইন আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহনের জন্য কোনো রেজিস্ট্রেশন ফী দিতে হবে না।
☘️ আবৃত্তি প্রতিযোগিতায় বয়স অনুযায়ী ক ও খ দুটি বিভাগ থাকছে।
☘️ ৩ থেকে ১২ বছর বয়সীরা ক বিভাগে অংশগ্রহণ করতে পারবেন।
☘️ ১২ বছরের উর্ধে সকলেই খ বিভাগে অংশগ্রহণ করতে পারবেন।
☘️ আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা তাদের পছন্দ অনুযায়ী কবির কবিতা বা স্বরচিত লেখা আবৃত্তি করতে পারেন।
☘️ আবৃত্তির অপ্রকাশিত ভিডিও রেকর্ড করে পাঠাতে হবে। অর্থাৎ কোনো সামাজিক মাধ্যমে আপনার পূর্ব প্রকাশিত আবৃত্তির ভিডিওটি পাঠালে তা বাতিল বলে গণ্য হব এবং অডিও রেকর্ড করা আবৃত্তি প্রতিযোগিতায় গ্রহণ করা হবে না।
☘️ ৫ ই জুন, ২০২৩ থেকে ৩০ শে জুন ২০২৩ এর মধ্যে আবৃত্তির ভিডিও পাঠাতে হবে।
☘️ আবৃত্তির ভিডিও এর সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীর নাম, বয়স ও জেলার নাম অবশ্যই উল্লেখ করে পাঠাতে হবে।( পশ্চিমবঙ্গের বাইরে হলে রাজ্যের নাম উল্লেখ করতে হবে)
☘️ আবৃত্তি তে ব্যাগ্রাউন্ড মিউজিক ব্যবহার করা যেতে পারে।।
☘️ কোনো অ্যাপ বা অ্যাপ্লিকেশনের মাধ্যমে আবৃত্তির ভিডিও এডিট করা যেতে পারে।
☘️ বিচারের ক্ষেত্রে প্রতিটি আবৃত্তির ভিডিও শেয়ারের জন্য থাকবে ০.২৫ নম্বর করে, প্রতি লাইকের জন্য থাকবে ০.২৫ নম্বর এবং ১০০ নম্বর থাকবে বিচারক মন্ডলির হাতে। লাইক, শেয়ার থেকে প্রাপ্ত নম্বর সহ বিচারক মন্ডলির দেওয়া নম্বর যোগ করে রেজাল্ট হিসাবে স্কোরিং লিস্ট প্রকাশ করা হবে।
☘️ শেয়ারের নম্বরের ক্ষেত্রে প্রতিটি ইউনিক শেয়ার বা প্রতিটি ব্যক্তির প্রোফাইল থেকে একটি করে শেয়ারের নম্বর-ই কাউন্ট করা হবে।
☘️ আবৃত্তির রেজাল্ট প্রকাশের দিনক্ষণ সময়মতো জানিয়ে দেওয়া হবে।
☘️ ক – ( ৩ – ১২ বছর ) বিভাগে অংশগ্রহণকারীরা আবৃত্তির ভিডিও পাঠাবেন উল্লিখিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বারের যে কোনো একটিতে —
☘️ WhatsApp : 7001533847
☘️ Telegram : 7001533847
☘️ খ – (১২ বছরের উর্ধে সকলে) বিভাগে অংশগ্রহণকারীরা আবৃত্তির ভিডিও পাঠাবেন উল্লিখিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বারের যে কোনো একটিতে —
WhatsApp : 8918172319
. Telegram : 8918172319
☘️ আবৃত্তি প্রতিযোগিতায় দুটি বিভাগের বিজয়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী মিলিয়ে মোট ৬ জন বিজয়ীকে পুরস্কৃত করা হবে।
☘️ প্রত্যেক বিজয়ীকে ট্রফি ও সার্টিফিকেট প্রদান করা হবে।
☘️ বিজয়ী প্রতিযোগিদের বয়সের শংসাপত্র দেখে পুরস্কৃত করা হবে।
☘️ বিজয়ীদের ট্রফি ও সার্টিফিকেট ভয়েস-এর অনুষ্ঠান মঞ্চ থেকে প্রদান করা হবে।
অথবা বিজয়ী প্রতিযোগিরা চাইলে তাদের ট্রফি ও সার্টিফিকেট ডাকযোগের মাধ্যমে বাড়িতে পৌঁছে দেওয়া হবে।
☘️ প্রয়োজন হলে আবৃত্তি প্রতিযোগিতার প্রথম রাউন্ডের সময় বাড়ানো হতে পারে।
☘️ আবৃত্তি প্রতিযোগিতার প্রথম রাউন্ডের রেজাল্ট ঘোষণার দিনক্ষণ সময়মতো জানিয়ে দেওয়া হবে।
☘️ উপরিউক্ত সমস্ত নিয়মাবলী মেনে সকলে আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন।
☘️ অনলাইন আবৃত্তি প্রতিযোগিতা বিষয়ে কোন কিছু জিজ্ঞাস্য থাকলে সরাসরি নিম্নলিখিত নম্বরে যোগাযোগ করতে পারেন : —
যোগাযোগ নং : 8918172319 / 7001533847
☘️ সকলকে জানিয়ে রাখি যে, এই আবৃত্তি প্রতিযোগিতা টি পরিচালিত হবে ফেসবুকের Voice পেজ থেকে।
☘️ আপনাদের পাঠানো আবৃত্তির ভিডিওগুলি ফেসবুক Voice পেজে প্রকাশ করা হবে।
Voice পেজ
আসুন আমরা সকলে ভয়েস আয়োজিত অনলাইন আবৃত্তি প্রতিযোগিতায় অংশ গ্রহণের মধ্য দিয়ে সৃষ্টি সুখের আনন্দ যাপন করি।
শুভেচ্ছান্তে, —
☘️ ভয়েস লিটেরারি কালচারাল অর্গানাইজেশন ☘️
Comments »
No comments yet.
RSS feed for comments on this post. TrackBack URL
Leave a comment