দেখতে দেখতে পুজো এসে গেলো, সাজগোজের খবর তো একটু দিতেই হবে. লাল ব্লাউজের পিঠে সাদা রঙের মা দুর্গার ছবি বেশ জনপ্রিয়, সুতরাং পিঠ খোলা ব্লাউজ বাই বাই. সাবেকি সাজ আবার ফিরে আসছে – কপালে লাল টিপ্, লাল ঠোঁট, ও কাজল পরা চোখের সঙ্গে মাথায় ফুলের মালা. ন্যুড রঙের জুতো ও ব্যাগ সবকিছুর সঙ্গে মানানসই. কম বয়েসীদের জন্য বেগুনি আইশ্যাডো ও হালকা গোলাপি লিপস্টিক. যারা আধুনিক সাজতে চান তাঁদের জন্য স্লীভলেস ব্লাউজ, হালকা সুতোর শাড়ীর সঙ্গে রুপোর গয়না. এছাড়া নানারকমের ড্রেস, লম্বা স্কার্ট, ক্রপ টপ, আর তার সঙ্গে লেয়ার্ড নেকলেস ভালো লাগবে.
অবশেষে আর. জি. কর কাণ্ডের প্রতিবাদ করতে পিস লেখা জ্যাকেট ও শাড়ি এ বছর শান্তির বার্তা বহন করবে.
পুজোর ভোগে চটজলদি মিষ্টি: এক ক্যান কনডেন্সড মিল্ক, গুঁড়ো দুধ, পরিমাণমতো চিনি ও পেস্তাবাদাম মিশিয়ে বরফি পাঁচ মিনিটের মধ্যে তৈরী
শরৎ
শরৎ আসে পদ্ম ভাসে
লাল পাড় শাড়ীতে মাকে মনে পড়ে –
প্রবাসে হঠাৎ দেখে কাশ
মনে হয় সত্যি এটা আশ্বিন মাস.
শিউলি মনে, সাদা মেঘে তোমায় দেব অঞ্জলি.
বুদ্ধি দাও, শিক্ষা দাও, জ্ঞান দাও, সংস্কার দাও
আর অশুভ’কে দিও বলি.
লেখক: চার দশক ধরে আমেরিকার ও দেশের বিভিন্ন পত্রিকায় লেখালিখি ও নাচগান, স্বরচিত
কবিতার অনুষ্ঠান করেন. বেশ কিছু কবিতার বই কলকাতা ও আমেরিকা থেকে প্রকাশিত হয়েছে.
Yes, timely indeed.
Comment by dchaudhuri — October 8, 2024 @ 10:14 pm