This poem was published after the 2016 NABC. We met her during NABC. She was kind enough to publish a few poems in our USB magazine.
দেখেছি রাত্রি, আকাশে ফুটেছে তারা
আসছে যাচ্ছে, ঝরেও পড়ছে কতো,
জন্মের ঠিক থাকেনা, আমারও নেই
একটা ছোট্ট তেঁতুলচারার মতো।
পথের কুকুর যেভাবে তাকায়; যদি,
বিস্কুটভরা কোনো ঠোঙ্গা হাতে থাকে
চায়ের দোকানে ঘেঁষে যেভাবে সে শোয়
সেভাবেই আমি নিয়েছি জীবনটাকে।
দুচারটি মেঘ, কয়েকটি বাজে কথা
অনেক মেরেছে, ভয়ও পেয়েছে কতো-
এসেছে গিয়েছে; থেকে গেল শুধু প্রেম
মাথায় আলতো আশীর্ব্বাদের মতো।
ছেঁড়া খাতা থেকে কাটাকুটি, মুখে রক্ত
মুখের খাবার দু-চারটি থাপ্পড়
বিস্কুটভরা ঠোঙ্গা পাশে সকরুণ
পথের কুকুর, ফুটপাতে হলো ভোর।
ফুটপাত জুড়ে বেঁচে আছি আশ্চ র্্য্য
রোদ, জল, ঝড়, পোস্টার, পলিথিন,
দুচারটি মেঘ, আকাশের কিছু তারা
ঝরেও পড়েছে প্রতিদিন একদিন।
Comments »
No comments yet.
RSS feed for comments on this post. TrackBack URL
Leave a comment