আছেতো আমার অনেক বন্ধু কেউ কাছে কেউ দুরে,
আছে কত আপনার জন, বহু পরিচিত বন্ধুসম,
তারই মধ্যে আছে একজন, আমার সবথেকে প্রিয়তম!
সে এসেছে আমার জীবনে ঠিক সেই সময়ে,
অফিসের কাজকর্ম থেকে যখন অবসর নিয়ে,
আমি যখন ভুগছিলাম কিছুটা একাকিত্বে!
তার বড় হওয়ার সাথে আমিও হয়েছি বড়,
দেখেছি জীবনটাকে নতুন এক চোখে,
ওর হাসি-কান্নার সাথে নিজেকে জড়িয়ে!
সে দিয়েছে ফিরিয়ে আমার ছোটবেলা,
করেছে আমায় হাসিখুশি ও প্রাণচঞ্চল,
দেখিয়েছে জীবনটা সত্যিই কত সুন্দর!
ওর সাথে সময় কাটাতে লাগে ভালো,
পরে থাক অন্য সবকিছু কাজকর্ম,
ওর আনন্দই এখন আমার জীবনের ধর্ম!
ভালো লাগে ওর সাথে সবকিছু খেলতে,
ইচ্ছা করে নিজে হেরে, লাগে আরও ভালো,
ওর আনন্দ আমার কাছে নিজের থেকেও বড়!
ওকে পেয়ে আমি নিজেকে ভাবি ভাগ্যবান,
ওই এখন আমার জীবনে সবচেয়ে মূল্যবান,
আসে যায় না, আর কিছু পেলাম বা না পেলাম!
জানতে চাওনা কি, সে কে ?
সে আমার আদরের নাতি, আদি,
আমার বন্ধু প্রিয়তম!!
Comments »
No comments yet.
RSS feed for comments on this post. TrackBack URL
Leave a comment