যাবে নাকি আমার সাথে দূর পাহাড়ের দেশে,
শরৎ মেঘের ভেলায় চড়ে শ্বেত- শুভ্র বেশে,
কল্পনায় ভেসে ভেসে স্বচ্ছ নীল আকাশে,
শহর থেকে অনেক দূরে জানা-অজানার দেশে?
পাড়ি দেব ঐ আকাশের বিস্তীর্ণ নীলিমায়,
সঙ্গে নিয়ে প্রাণোচ্ছল মেঘবালিকার দল,
যাবার পথটা ভরে দেব শান্ত শীতল ছায়ায়,
বৃষ্টি হয়ে ঝরব যেথায় নেইতো একটু জল!
চাঁদমামার সঙ্গী হব অন্ধকারের রাতে,
খুঁজে নেব ধ্রুবতারা,পথ দেখাবে তারার মালা,
গল্প শুনবো চাঁদের বুড়ির চরকা কাটার সাথে,
রাত কাটবে এই আশাতে কখন সূর্যি ওঠে!
কল্পনার এই জগৎটাতে যে বড়ই শান্তি-সুখ,
জীবনের দৈনন্দিন ঢানাপোরেন থেকে দূর,
তোমায় নিয়ে চলে গেলাম সেই কল্পনারই ঘোরে,
কাটিয়ে দিলাম কিছুটা সময় বাস্তবতা থেকে সরে!
কথা দিলাম আসবো ফিরে আমাদের সেই ছোট্ট নীড়ে,
থাকব আবার যেমন ছিলাম এতদিন ধরে,
শুধু মনে রইবে আশা একটা অবশেষে,
এমনি করেই যাব কবে নীল পাহাড়ের দেশে!!
খুশী হলাম বললে যখন যাবে আমার সাথে,
মনে মনে দুজনে মিলে দূর পাহাড়ের দেশে!
সেথায় যেতে লাগবেনাতো কারুর অনুমতি,
কয়েক মাস আগে থেকেই হাজার প্রস্তুতি;
বাস-ট্রেন-প্লেনের টিকিট, পাশপোর্ট-ভিসা,
হোটেল-ট্যাক্সি বুকিং আরও কত কিবা!
লাগবেনাতো এসব কিছু, কোরোনাকো চিন্তা,
সঙ্গে শুধু নিয়ে চল বেড়াবার অদম্য ইচ্ছা;
এই ভ্রমনে নেই তো কোন শারীরিক কষ্ট,
কেবল মনটাকে সদাই রেখো কল্পনায় ব্যস্ত;
এক নিমিষে পাড়ি দেব ঐ পাহাড়ের দেশে,
মনের চেয়ে দ্রুতগামী কিছুই পাবেনা যে!
সেই দেশেতে আছে সবুজ শ্যামলীমার শোভা,
পাইন-চিনারের জঙ্গলেতে দাপিয়ে বেড়ায় হাওয়া;
পাহাড় বেয়ে সহস্র ধারায় ঝর্ণা নেমে আসে,
কলকলিয়ে নেচে খেলে সবাই মেলে শেষে;
নুড়ি পাথর ভরা হলেও,শান্ত শীতল জল,
সেই জলেতে পা ডুবিয়ে মন হবে নির্মল;
আরও দূরের পাহাড় চূড়ায় সাদা বরফের ঢল,
দিনের বেলায় রবির কিরনে করে ঝলমল,
রাতে চাঁদের আলোয় দেখবে মোহোময় খেলা,
কি অপরূপ দৃশ্য সে যে, যায়না কভু ভোলা!
হেঁটে যাবো পাকদন্ডীর আঁকা বাঁকা পথে,
পথের ধারে হরেক রকম পাহাড়ী ফুল ফোটে,
চলার পথে চোখটা সদাই কি যেন সব খোঁজে,
নতুন কোন দৃশ্য বুঝি আছে পথের বাঁকে;
পেরিয়ে যাবো বাগান কত রকম ফলের,
পাহাড়ের ধাপে ধাপে চাষ নানান ফসলের,
এমনি করেই পৌঁছে যাবো নীচের উপত্যকায়,
সেথায় আছে একটা সুন্দর গ্ৰাম শান্তিময়,
জীবন যেথায় চলতে থাকে সহজ সরল পথে,
ইচ্ছা করে এই গ্ৰামেতেই থাকি তোমার সাথে!
মন-ভ্রমনের এই অধ্যায় এখানেই হল শেষ,
পরের বারে তোমায় নিয়ে যাবো আরেক দেশ!!
Comments »
No comments yet.
RSS feed for comments on this post. TrackBack URL
Leave a comment