ভালো লাগা না লাগার জুগলবন্দীতে,
দুলে দুলে ভেসে চলে জীবনের সংগীত,
ভালো লাগলেই বেজে ওঠে রাগ সুমধুর,
অন্যথায় মনটায় ভরে নিরানন্দের সুর!
ভালো লাগে সকালে উঠে যোগব্যায়াম করতে,
তারপরে ব্রেকফাস্ট, টিভিতে গান শুনতে শুনতে,
দিনচর্চার হিসাব নিকাশ করি ধীরে সুস্থে,
কেমনে কাটাই দিনটা মিলে দুজনে স্বস্তিতে!
ভালো লাগে যে কোন কাজ মনের মত করতে,
হোকনা কেন সবজি কাটা, ঘরের ঝুল ঝাড়া,
কবিতা লেখা, বন্ধুদের সাথে Zoomএ মিটিং করা,
অথবা একান্তে বসে একটা গল্পের বই পড়তে!
ভালো লাগে নাতির সাথে সময় কাটাতে,
টেবিল টেনিস, ক্যারাম,দাবা খেলতে,
ওর কাছে হেরে গিয়ে লাগে আরো ভালো,
ওর আনন্দ আমার কাছে নিজের থেকেও বড়!
ভালো লাগে দুর থেকে ভেসে আসা কোকিলের ডাক,
বারান্দায় কিচিরমিচির করা দুটো বুলবুলির নাচ,
ভালো লাগে ফুলে ভরা পার্কে পার্কে ঘুরতে,
ফুল তুলে ঘরের দুয়ারে মাটির পটে সাজাতে!
এইরকমই কিছু ছোট ছোট ভালো লাগা নিয়ে,
চাই এই বেলাশেষের কটা দিন দিতে কাটিয়ে,
ভালো লাগার আনন্দের শুভ্র আলোয়,
দূর করে ভালো না লাগার সব অন্ধকার!
যা লাগে না ভালো, তা করি না, না ভাবি তা নিয়ে,
বিরক্তিতে মন ভরিয়ে নেইতো কোন লাভ,
নাইবা হলো যুগলবন্দীর অপূর্ব ঝংকার,
একতারাতেই থাকবে খুশী মন যে আমার!!!
Comments »
No comments yet.
RSS feed for comments on this post. TrackBack URL
Leave a comment