
কল্লোলিনী বুকে সেজে আছে সার সার ট্রামলাইন-
হাওড়া ব্রিজটা শুনছে স্টিমারের শব্দ
বৃষ্টিভেজা কলকাতায় সোঁদা গন্ধ টা আজো রোমান্টিক
পেরিয়ে গেলেও কতশত বঙ্গাব্দ ।
— অপর্ণা মজুমদার

তোকে দিলাম হারানো সেই বৃষ্টিভেজা শ্বাস
আঁকলাম বুকে দিগন্ত ঢাকা মেঘলা আকাশ
শ্বেত মর্মরে কাজল কালো ছায়া
সাদা কালোর স্বর্গীয় এক মায়া
মেঘের পরশ ঐ যে ঈশান কোনে
কাজলা মেয়ে মেঘের ঝালর বোনে।
এমনি কোনো রোমান্টিক দুপুরে
ঝিলের ধারে কাটানো কিছু প্রহর
নস্টালজিক সেই কবেকার ভিক্টোরিয়া
তিলোত্তমা আমার এই শহর।
— অপর্ণা মজুমদার

রাধেশ্যাম
শ্যামের আগে না বসলে শ্যামসোহাগিনী রাধা
পূর্ণব্রহ্ম শ্যাম তবু থেকে যান আধা
হরিবোল হরিবোল আমরা সবে করি
শ্রীমতীর নাম সদা জপেন শ্রীহরি
শ্রীবিষ্ণু ধরায় আসেন অবতার বেশে
রাধা শক্তি স্বরূপীনী সদা তার পাশে।
— অপর্ণা মজুমদার

বৃষ্টিভেজা কলকাতা
আকাশ ভাঙা বৃষ্টির গান গেয়ে
জল থৈথৈ নাগরিক সরনী বেয়ে
তিলোত্তমার বুকে আবার শুরু জনজীবন ।
আবছায়া মেঘের ওড়না ঢাকা
বাড়িগুলো ধোঁয়া ধোঁয়া মাখা
স্মৃতির সরনী বেয়ে হেঁটে চলে মন।
— অপর্ণা মজুমদার
Comments »
No comments yet.
RSS feed for comments on this post. TrackBack URL
Leave a comment