অবিচারের নাগপাশে নারী আজ বন্দী,
নারী আজ কেবলই পণ্য, ভোগের সামগ্রী,
জোর করে ছিনিয়ে নিয়েছে ইজ্জত
রাতের অন্ধকারে নয়, দিনের আলোয়,
কেঊ রক্ষা করেনি, এমন কি প্রতিবাদ-ও করেনি,
অত্যাচারী লোভী শাসকের নখদন্তের শিকার
হয়েছে নারী, হয়েছে ধর্ষণের শিকার।
শাসকের রক্তে লোভের বীজ, স্থাপন করেছে
শাসকের আইন, হত্যা করেছে আইনের শাসন ,
ঘুণধরা সমাজের পোকা আর দলের নির্মম
শোষণ আজ মাতৃত্বের গর্বটাও ছিনিয়ে নিল,
বলল – তুমি ধর্ষিতা, তার প্রমাণ কোথায়?
ধর্ষণের ভিডিও দেখাও, শাসক ছিঁড়ে ফেলল
নারীর শেষ আবরণটকুও। ধর্ষিতা হারাল তার সম্ভ্রম
আর সম্মান আবার নতুন করে ।
নির্যাতিতা আজ খুঁজছে – ন্যায় আর সত্যকে,
তারা কোথায়? ভ্রষ্টাচার আর মিথ্যার পচা নর্দমায়
ন্যায় আর সত্যের জীবন বিপন্ন তাই ওরা পালিয়েছে,
কোথায় কেউ জানেনা ।
আজ সময় এসেছে প্রতিরোধের, প্রতিশোধের,
নির্যাতিতা আজ ঐকবদ্ধ, সসস্ত্র হয়ে খুঁজে বেড়াচ্ছে
ন্যায় আর সত্যকে, ওরা প্রতিজ্ঞাবদ্ধ ন্যায় আর
সত্যের প্রতিষ্ঠা করবেই, আর ওদের পালাতে
হবেনা – ন্যায় আর সত্য থাকবেই।
Comments »
No comments yet.
RSS feed for comments on this post. TrackBack URL
Leave a comment