আমি একজন ধর্ষিতা,
আমাকে কেউ বিবস্ত্র করেনি,
ওই যে আট বছরের শিশুটি,
রংবেরঙের জামা পড়ার বয়স এখন,
তার ওই রঙিন জামা ছিঁড়ে দিল কারা?
ওকে বিবস্ত্র করল কারা?
হ্যাঁ, আমি ধর্ষিতা।
আমার সম্মান মাটিতে লুটিয়ে যায়নি,
ওই যে কোন নাম না যানা এক গ্রামের মেয়ে,
সে অস্পৃশ্য, বঞ্চিত, নেই কোন সম্মান,
কিন্তু তাও সে কার স্পর্শ পেল?
তার না থাকা সম্মান কে মাটিতে মিশিয়ে দিল?
বিশ্বাস হচ্ছে না?হ্যাঁ আমি ধর্ষিতা।
আমার মা-বাবা র চোখের জল পড়েনি,
কিন্তু ওই যে সাদা চাদরে মোড়া মৃতদেহ,
তার পাশে কারা যেন বসে,
তাদের পরিচয়, তারা ধর্ষিতার বাবা-মা,
তাদের হাহাকার আমি শুনেছি।
হ্যাঁ আমি সেই অভাগী ধর্ষিতা।
আমাকে প্রতিদিনের খবরের কাগজের শিরোনামে ধর্ষণ করা হচ্ছে,
পাতায় পাতায় আমার ধর্ষণের খবর ছাপা হচ্ছে,
আমাকে প্রতিদিন নীরবে নিবৃতে নগ্ন করা হচ্ছে,
আমার ধর্ষক কে?
আমার অপরাধী কে?
লেখনী- স্নেহা প্রধান
Comments »
No comments yet.
RSS feed for comments on this post. TrackBack URL
Leave a comment