দিনান্তের বেলাশেষের সব শেষে,
সব কথা, গল্প, কাহিনী, সম্পর্ক্য,
রয়না কি কিছুই, ফুরিয়ে যায় এক নিমিষে,
সত্যিই কি শেষ হয় সবকিছু অবশেষে?
ঠাকুমার অনন্ত গল্পের ঝুলি,
ব্রহ্মদত্তি,পরি, ব্যাংমা, ব্যাংমি,
সোনার কাঠি, রূপোর কাঠি,
সত্যিই কি সব শেষ হয় ঠাকুমা চলে গেলে?
মায়ের শাড়ির আঁচলের গন্ধ,
তুলশী তলায় সন্ধ্যা প্রদীপের আলোয়
সেই শান্ত সমাহিত অপূর্ব মূর্তি,
হারিয়ে গেছে কি সবই মা চলে গেছে বলে?
বন্ধুদের সাথে চায়ের দোকানের আড্ডা,
কত শত আনন্দের নিবীড় মুহূর্তগুলো,
সবই কি হারিয়ে যাবে আজ আমরা সবাই
ছড়িয়ে ছিটিয়ে গেছি বলে অনেক দূরে দূরে?
কত আপনজনকে নিয়ে এই পথ চলা,
সুখ-দুঃখ-হাসি-কান্নার অসামান্য মেলা;
একে একে ছেড়ে চলে যায় কতজন,
তাই বলে কি সম্পর্কও হয় বিলীন?
জীবন চলার পথে ধীরে ধীরে
ভূমিকার হয় অনবরত পরিবর্তন,
মেয়ে থেকে মা, তারপর ঠাকুমা,
খোলে নতুন কোন গল্পের ঝুলি!
ধারাবাহিকতায় চলে জীবনের গতি,
রেশ থেকে যায়, থেকে যায় স্মৃতি,
শেষ হয়েও শেষ হয়নাতো দিনান্তের বেলাশেষে,
সবই থেকে যায় মনের মনিকোঠায় অবশেষে!
১০ই মে, ২০২১
Comments »
No comments yet.
RSS feed for comments on this post. TrackBack URL
Leave a comment