জীবনের আছেতো কত রং হলুদ সবুজ লাল নীল ….
তুমি আমি আমরা সবাই এরই মধ্যে রয়েছি বিলীন!
কত রং ছড়িয়ে আছে প্রকৃতির কোনায় কোনায় –
সকালের সূর্যের রঙীন আভায়,
গোধূলির আকাশের মায়াবী আলোয়;
শরতের নীলিমায়, সাদা মেঘের ভেলায়,
বর্ষার কালো মেঘে, রামধনুর খেলায়;
নীল দিঘির কালো জলে গাছের ছায়ায়;
বাগানের শত শত ফুলের রঙীন মেলায়,
শষ্যক্ষেতের শ্যামলীমায়, সোনালী ধানের শীষে, সরষের ফুলে;
ময়ুরের পেখম আর সাদা বকের সারিতে,
ফড়িং, প্রজাপতি, পশু পাখি… প্রকৃতির হাজার সৃষ্টির খেলাতে।
কত রং আবার সৃষ্টি হয় তোমার আমার সৃজনশীলতায়,
বারো মাসে তেরো পার্বণের উৎসবে, মেলায়;
শিল্পীর তুলিতে কল্পনার রংঙে আঁকা ছবিতে,
দক্ষ কলাকারের নিপুণ ছোঁয়ায় গড়া হস্তশিল্পে,
মন্দির মশজিদে গির্জার তোরনে, বিগ্ৰহে,
দেশের বিভিন্ন প্রান্তের পোশাকের বিবিধতায়,
মহিলাদের পরিধান,আভুষন, অলংকারের প্রাচুর্যে,
গৃহ সাজসজ্জা আর ব্যাঞ্জনের সম্ভারে;
প্রেম ভালোবাসার শুভ্র স্বচ্ছ আলোয়,
বিষন্ন মনের গহীনে নিঃছিদ্র অন্ধকারে!
জীবন চলার পথে প্রতিটি পদক্ষেপে,
সুখ দুঃখ হাসি কান্নার সবই অনুভূতিতে,
তুমি আমি আছি এই রংয়ের মেলাতে চিরদিন,
থাকবো আমরা আগামীতে এমনি করেই হয়ে রঙীন !!
কমল রঞ্জন আচার্য্য
৮ই মার্চ, ২০২১
Comments »
No comments yet.
RSS feed for comments on this post. TrackBack URL
Leave a comment