কতকিছু না চাইলেও ছেড়ে যেতে হয় জীবন চলার পথে,
আবার কতকিছু পারিনা অনেক চেষ্টা করেও ছেড়ে দিতে!
যেমন ছেড়ে এসেছি পুরাতন গ্ৰাম, আমার জন্মস্থান,
নদী নালা মাঠ, গাছপালা, পাখি, মুক্ত আকাশ;
ছেড়েছি স্কুল কলেজের প্রাঙ্গন, শিক্ষক সহপাঠী,
বন্ধু বান্ধব, একের পর এক কতনা বাসস্থান;
ছেড়ে এসেছি পেশা-বৃত্তি থেকে অবসরের পর,
পদ-পদমর্যাদা, সু্যোগ সুবিধা, তাবেদারের দল;
জীবনের স্বাভাবিক নিয়মে ছেড়েছি বাধ্য হয়ে এ সবই,
যদিও চাইলেও পারতাম না ধরে রাখতে এসব কিছুই!
বাকি সব কিছু ছাড়তে হয় স্বইচ্ছায়, সেতো সহজ নয়,
চাইলেও অনেক চেষ্টায় তাই পারিনা ছাড়াতে নিজেকে,
ষটরিপুর নাগপাশ থেকে যা জড়িয়ে আছে আষ্টেপৃষ্ঠে,
অহংকার, অহমিকা আরো যতসব অহংবোধ থেকে;
বেদনাবিধুর স্মৃতি আর বিফলতার বেড়াজাল থেকে,
যা আমায় অহরহ শুধুই পেছনে টানে;
পারিনা ছেড়ে যেতে ধর্ম আর কুসংস্কারের ভয়,
তিলকের ছাই, পৈতে, রুদ্রাক্ষের মালা, কতনা বাধানিষেধ!
সঙ্গেতো নিয়ে যাবনা কিছুই, যেমন এসেছি হাত খালি করে,
তাই অনলশ চেষ্টা করেই যাই আজও এই বেলাশেষে,
যাবার আগে ছেড়ে যেতে ধীরে ধীরে এক এক করে,
এত সত বোঝা যা জড় করেছি সারা জীবন ধরে!
Comments »
No comments yet.
RSS feed for comments on this post. TrackBack URL
Leave a comment