তোমরা যে বলো চাইলেই করতে পারি…
সত্যি বলোতো কি চাইতে পারি???
পাখির মতো উরতে পারি,
কোকিলের মতো গাইতে পারি?
মেঘের মতো ভাসতে পারি, বৃষ্টি হয়ে অঝরে ঝরতে পারি?
নদীর মতো বৈতে পারি, সমুদ্রে মিশে নিজেকে হারাতে পারি?
শিশুর মতো হাসতে পারি, মায়ের মতো ভালোবাসতে পারি?
তোমরা যে বলো চাইলেই করতে পারি….
সত্যি বলোতো কি চাইতে পারি???
রবিঠাকুরের মতো কবিতা-গান লিখতে পারি?
আইনস্টাইনের মতো বিজ্ঞানের দিব্যজ্ঞান পেতে পারি?
তেনজিং নোরকের মতো এভারেস্টের চূড়ায় উঠতে পারি?
পেলের মতো ফুটবল মাঠে ম্যাজিক দেখাতে পারি?
তোমরা যে বলো চাইলেই করতে পারি…
সত্যি বলোতো কি চাইতে পারি???
অন্যায়-অবিচারের সোচ্চার প্রতিবাদ করতে পারি?
সাদা-কালো, উচ-নীচ, সব ভেদাভেদ দূর করতে পারি?
মানুষের দাসত্যের বেড়ি ভেংগে চুড়মাড় করতে পারি?
জীবনের সব অমোঘ সত্যগুলো জানতে পারি?
তোমরা যে বলো চাইলেই করতে পারি…
সত্যি বলোতো কি চাইতে পারি???
আমি তো আর পাখি নই, মেঘ নই…. নই নদী আর বৃষ্টি,
রবিঠাকুর নই, আইনস্টাইন নই, নই তেনজিং বা পেলে,
আমি যে *আমি*, ফুলু / কমল, রানী-মনোরঞ্জনের ছেলে,
বেঁটে-কালো, কিছু বুদ্ধি, এইভাবেই তো হয়েছে মোর সৃষ্টি!!
তাই চাইতে পেরেছি ততটুকুই,
সৃষ্টি আমায় দিয়েছে যত,
করতে পেরেছি ততটুকুই,
খুশীতে মন ভরেছে ততো!!
১৪ই জুলাই, ২০২০
Comments »
No comments yet.
RSS feed for comments on this post. TrackBack URL
Leave a comment