আমাদের চারিদিকে জীবন চলছে নিজের খেয়াল খুশীতে,
তারই মধ্যে আমরা সবাই চেষ্টা করি নিজেকে মানিয়ে নিতে;
ভালো লাগুক বা না লাগুক ঘরে কিংবা বাইরে,
মেনেই নিতে হয় যেভাবেই হোক, বোঝাপড়া করে।
কিন্তু মেনে নিয়েও সত্যিই কি পারি পুরোপুরি মেনে নিতে?
মনটা যে খুশী না কোনোমতেই, সে যে চায় আরো পেতে;
আর তদোপরি মানতেই চায় না কোন প্রচলিত বিধি- নিয়ম,
মনটাই যত নষ্টের গোড়া,ও যে কিছুতেই মানে না মানা!
আঠেরো বছরের স্কুল কলেজের পুঁথিগত শিক্ষা,
তারপর ব্যবহারিক চর্চা, কর্মক্ষেত্রের অভিজ্ঞতা,
কতইনা কিছু পড়েছি, শিখেছি – বিভিন্ন ভাষা, গনিত,
ইতিহাস, ভুগোল, বিজ্ঞান, প্রযুক্তিবিদ্যা, আরও কত কি!
কিন্তু এত বছরের শিক্ষায় কেউতো পড়ায়নি বা শেখায়নি,
যোগ-ব্যায়াম-ধ্যান….আত্মসংযমের নিয়ম-বিধি;
কোনো পাঠ্যক্রমেই ছিল নাতো এমন কোন বিষয়,
যার থেকে শেখা যায় মনকে নিয়ন্ত্রণের উপায়!
যেটুকু শিখেছি সবই নিজের ব্যক্তিগত চেষ্টায় ও অভ্যাসে,
জীবন চলার পথে দেখে শুনে, ঠেকে, কঠোর অনুশাসনে;
এই পোরা মনটাতো তবু থাকে না নিজের কবলে,
সবকিছু মেনে নিয়েও তাই মানে না কিছুই!!
কমল আচার্য্য
২৮শে ফেব্রুয়ারি,২০২১
Comments »
No comments yet.
RSS feed for comments on this post. TrackBack URL
Leave a comment