দেশ পরদেশের কবিতা
মন্টূ মিত্র
যিনি কবি তিনি ঘোর জঙ্গলে বসে কবিতা লিখবেন। কবি অরুন্ধুতী সরখেল নিউইয়র্ক -এ বসে কবিতা চর্চা করেন। তার নিউইয়র্ক থেকে কাব্বগ্রন্থের কবিতাগুলি সত্যি এক বিশেষ অনুভুতিতে ভরিয়ে দেবে। পাঠক আনন্দিত হবে। এইখানে কবির ও কবিতার উত্তরণ। সাদা বরফ কে দেখে কবির মনে হয়েছে –
এক টুকরো বরফের জন্য
যেন বহুযুগ ধরে অপেক্ষা করছি।
চারদিক
যেন চুনের মত সাদা
পাকা চুলের মত সাদা
বিষণ্ণ পাড়হীন বিধবার
শাড়ির মত সাদা
অ্যাসপিরিনের বড়ির মত সাদা
নিউইয়র্কে সুন্দর দিন দেখে কবির মন আনন্দে ভরে ওঠে। দিন টাকে খাঁচায় পুরে রাখতে মন চায় কবির।হালকা রোদ্দুর। ঝিরঝিরে তুষার।
দু একটা নীল পাখী
শিষ দিয়ে বলে গেল
সুন্দর দিন ,সুন্দর দিন।
মন বল্ল,আজ কবিতা লেখার দিন
ছোট ছোট কবিতার মধ্যে অনেক সময় কবি অরুন্ধুতী সরখেল খুব গম্ভীর বক্তব্য বাক্ত করেছেন।বরফ খেলায় মেতে উঠেছে সবাই।একে অপরের গায়ে ছুড়ে মারছে বরফ।নানা দেশ থেকে আসা সব লোক এক জায়গায় এসেছে বরফ খেলতে খেলতে সবাই যেন একসঙ্গে বলে উথেছে-
আমরা জাতিহীন-
নতুন শতাব্দীতে আমাদের বিচার হবে
মানুষ হিসেবে।
মেয়ে জন্ম নিয়ে অনেক কবি অনেক কথা লিখেছেন।এই কবির লেখনী আর বক্তব্য অনেকটায় স্পষ্ট।
দুঃখ করোনা
পাড়া পড়শি
আলো এসে পড়েছে
আমার মুখে
কবি নিজেকে সমুদ্রকনা মনে করেন।উঠে আসে সান্তুনুর কথা । জীবন নিয়ে এক এক সময় হাঁপিয়ে উঠতে হয় আমেরিকাতে থাকা মানে সুখ নয়
সুখী সুখী ভাব করা
কবি অরুন্ধুতী সরখেল বহুবছর বিদেশে থেকেও শুধু কবিতার জন্য বাঙ্গালি হয়ে রয়েছেন দেশের শেকড়ের সাথে তার যোগাযোগ ছিন্ন হয়ে যায়নি
জুতোসেলাই থেকে চণ্ডীপাঠ করেও কবিতার জন্য সময় দিয়েছেন।কবিতার জন্য বহু দুঃখকে ভুলতে পারেন কবি।তার আধুনিক মন বলে উঠেছে বারবার যে ,কবিগুরুর কাদম্বরী দেবি,সুনিল গঙ্গোপাধ্যায়ের নীরা,জীবনানন্দের বনলতা তো থাকবে। এরাই তো সৃষ্টির প্রেরনা।কবি অরুন্ধুতী সরখেলের মনে স্বভাবত
প্রশ্ন জেগেছে-
মনে হয় সময় হয়ে গেছে
মেয়েদেরও কিছু প্রেরনা থাকার
ও সেটা লেখাতে প্রকাশ করার
লেখিকা তসলিমাকে বেশ ভালবাসেন, তার সৃষ্টিকে তারিফ করেন।সুন্দর একটা কবিতা লেখেন।
যে লেখা পড়ে বুক কাঁপবে
চোখের পাতা বন্ধ হবেনা কিছুক্ষণ
একলা হয়েছে ,লাঞ্ছনা পেয়েছে,
তবু তার কলম থামেনি
তুমি এ দশকের নতুন মানুস।
জীবনের মূল্য দাবী না করেও যিনি চাকরী ,শ্বশুর, সাসুরী,বিধবা ননদ।চারবাচ্চা,টিউশ নি সব কিছু নিয়ে
সব কাজ করে গেছেন।এমন কি-
আশির কোঠায় এখনো তার সময় নেই
তার আত্মজীবনী লিখে শেষ করতে হবে
আমার মনে হয়
কিছু না পেয়ে জীবনে
সে জিতে গেছে।
সব মিলিয়ে বইটি ভাল লেগেছে।সব কবিতার সঙ্গে রয়েছে জলছবি।এক নতুন আকর্ষণ। প্রছদ সুন্দর।
লেখক বর্তমানে ম্যাসাচুসেটের বাসিন্দা। বইটির নাম নিউইয়র্ক থেকে।লেখক অরুন্ধুতী সরখেল।
Comments »
No comments yet.
RSS feed for comments on this post. TrackBack URL
Leave a comment