এ বসুধা আমার পরম আত্মীয়
একটা একটা হিমবাহ গলে গলে
মিলিয়ে যাচ্ছে মহাসাগর অতলে
একটা একটা বৃষ্টিচ্ছায় অরণ্য
সংকুচিত- সভ্যতার দখলে
ডলফিন, তিমি, মাছেরাও শ্বাসরুদ্ধ
বন্ধ্যা নদীর শুষ্ক চরে বাস
পরিযায়ী পাখি ডানা গুটিয়ে ক্লান্ত
বিষাক্ত বায়ু ,বিষাক্ত আকাশ
মৃত্যু ক্ষয়ের নিয়ম বাঁধা নিয়মের
প্রতিস্পধী সদর্পী মানব
অমরত্মের আবিষ্কারের খেলায়
নিয়ন্ত্রণের বেড়াজালে আজ সব
পার্থিব অমরত্বের খোঁজে পাগল-
অপার্থিব অমৃত থেকে দূরে
প্লাস্টিক, পলিথিন- অমর সবকিছু
তোমায় আমায় খাচ্ছে কুরে কুরে
ঠোঁটের মুখের লাল- গোলাপি রঙ
টিকে থাকবে আট থেকে দশ ঘণ্টা
চামড়া র নীচে ক্যান্সার বীজ বোনে
তবু চলে মেকী রূপটানটা
আমরা সকলে একটা একটা দ্বীপ-
একাই বাঁচা, একা এগিয়ে যাওয়া
না বাঁচুক গাছ অন্য প্রাণী কি মানুষ
‘আমি বেঁচে আছি’- এটাকেই ভাবি পাওয়া
‘আমি বেঁচে আছি’- সভ্যতার বলে !!
‘আমি বেঁচে আছি’ -বুদ্ধিমান বলে !!
আমি বেঁচে আছহি-বুদ্ধিমান বলে ?
চলেছি আমরা অমরত্ত্বের লোভে
অমৃত থেকে অনেক অনেক দূরে
প্রেমের সুতোয় বাঁধা এই এ বসুন্ধরা
সে প্রেমের বাঁধন উপেক্ষা করে
আকাশ, বাতাস প্রকৃতি- সবার মুখ
বন্ধ করেছি সভ্যতার চাপে সব
তবু ও প্রমান পাগতিহাস
যে কেউ দেখাক যত খুশি বৈভব
প্রকৃতি ধ্বংস করে নিজ কৌশলে
সৃষ্টির বীজ বারবার বুনে চলে
Comments »
No comments yet.
RSS feed for comments on this post. TrackBack URL
Leave a comment