*১লা বৈশাখ*
গুগল্ করেই জেনেছি যে আজ পয়লা বৈশাখ
ই-মেল মিছিলে, হোয়াটসাপে বাজে নববর্ষের শাঁখ
শেষ কবে যেন চুকেছে আমার বাংলা বইয়ের পাঠ?
হাইস্কুলের গন্ডী নাকি ছেলেবেলার মাঠ?
বাংলার মেয়ে ভুলেছি তোমার সিঁদুর আর লাল টিপ
সেই কবে যেন নরম হাতে, জ্বেলেছিলে প্রদীপ
মাথায় ঘোমটা, পরনে তোমার লাল পাড়, ডুরে শাড়ি
তাকে কত ভালবেসেছি খেলেছি মিষ্টি ভাব আর আড়ি।
সেই তুমি আমি মাতব আবার বাংলা ভালবাসায়
হোকনা এই একদিন, থাকি নববর্ষের নেশায়।
বৈশাখ, তোকে আবার হারাব এপ্রিল, মে’র ফাঁকে
বাঙালী যেমন হারিয়ে যাচ্ছে শত কৃষ্টির ডাকে
বাঙালী হবার মেয়াদ আজই বাংলা কাঁদব, হাসব
গুগল্ করেই জেনে নেব কাল কিভাবে ভালবাসব।
©️ রঞ্জন
১লা বৈশাখ, ১৪২৫
valo laglo
Comment by Arundhati — April 14, 2025 @ 7:16 am
Nice
Ginni bollo gotokal chilo poila Badal’s.
Comment by Praphulla De — April 15, 2025 @ 4:20 pm