তোমারা কেউই বিশ্বাস করতে পারছোনা বুঝি?
আরে আমি সত্যি বলছি,’আমি ভালো আছি!’
এই বলা, ‘কেমন আছেন’ প্রশ্নের উত্তরে,
অভ্যাসমত বলা ‘আমি ভালো আছি’ নয়রে!
এ যে মনের গভীর থেকে সাহস করে বলা,
একটা সত্যি কথা, যা সচরাচর হয়না বলা!
আমাদের সামাজিক প্রথায়, প্রথম সম্ভাষনে,
‘আমি ভালো নেই’, কখনই বলে উঠতে পারিনে;
থাকুক না হাজার দুঃখ-কষ্ট মনের মধ্যে লুকিয়ে,
তাও বলি,’আমি ভালো আছি’, একটু মুচকি হেসে!
জগতে আছেতো কত অভ্যাসের বিধান,
‘আমি ভালো আছি’ বলা তার মধ্যে প্রধান,
এই অভ্যাসে আছে বিরাট বড় এক প্রার্থনা-
“সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরামায়াঃ”,
সবাই সুখি হতে চাই, চাই থাকতে নিরোগ,
আমরা কেউ পারি, কেউবা পারিনা, এটাই নিয়ম!
সবকিছু চাইলেই সবাই কখনোই পাইনা,
তবু চলে মানব জাতির চিরন্তন এই প্রার্থনা!
এই ভালো থাকার প্রার্থনা-প্রচেষ্টার সাথে,
আমি নিজেকে বেঁধে নিয়েছি কিছু অনুশাসনে,
যা পেয়েছি আমি নতুন স্বপ্নের ঝাঁপির সন্ধানে,
জীবন চলার পথে এই সাঁঝ বেলাতে!
আজ আর নেই রেষারেষি, কোন রেসের দৌড়,
নিজেকে নিয়েই ব্যস্ত আমি, নিজেতেই মসগুল;
না করি বিচার-চরচা অন্যের ব্যাপারে,
যা ভালো লাগে শুধু করি তাই এই অবসরে!
এই প্রার্থনা-প্রচেষ্টা-অনুশাসনের জোড়ে,
আজ উৎফুল্ল মনে বলি “আমি ভালো আছি”!
Comments »
No comments yet.
RSS feed for comments on this post. TrackBack URL
Leave a comment