নাহি সূর্য, নাহি জ্যোতিঃ নাহি শশাঙ্ক সুন্দর
ভাসে ব্যোমে ছায়াসম ছবি বিশ্ব চরাচর !!
অস্ফুট মন আকাশে,জগতসংসার ভাসে ,
ওঠে ভাসে ডোবে পুনঃ অহং-স্রোতে নিরন্তর !!
ধীরে ধীরে ছায়াদল, মহালয়ে প্রবেশিল,
বহে মাত্র ‘আমি আমি’ এই ধারা অনুক্ষণ অনুক্ষণ !!
সে ধারাও বন্ধ হল,শূন্যে শূন্যে মিলাইল,
“অবাং মনসো গোচরম,,
বোঝে প্রাণ বোঝে যার !!
“প্রলয় বা গভীর সমাধি”
স্বামী বিবেকানন্দ জী র উপরোক্ত
কবিতা এক বিস্ময়কর উপলব্ধি –
বিস্ময়ে অভিভূত প্রাণ বোঝে না,
তাই নিজের আত্মার স্বভাবসুলভ
ভঙ্গিতে ছবিতে প্রকাশ করার
দুরূহ প্রচেষ্টা, জল রং দিয়ে !!
Comments »
No comments yet.
RSS feed for comments on this post. TrackBack URL
Leave a comment