স্বর্গ রাজ্যে বসিয়াছে জরুরি বৈঠক
দেব দেবী একযোগে খুঁড়িছে মস্তক
ছুটিতেছে ঘাম , কাঁপিতেছে প্রাণ, নিদ্রা কাবার
মরিতেছে যে মর্ত্যবাসী হাজারে হাজার !
দেবরাজ ইন্দ্র শুধাইলেন, এ কোন দানব
কেহ কি দেখিয়াছ, করিয়াছ তলব ?
আগাইলেন নারদ মুনি বলিবার তরে
নন্দী ভৃঙ্গী শিবের চেলা পিছু নাহি ছারে ।
এ দানব নয় যে দৃষ্টি তে গোচর
কিছতেই মরে নাকো শূল কিংবা শর ।
নন্দী ভৃঙ্গী কাঁদোকাঁদো বলে সমস্বরে
প্রভু কিছু করুন নইলে মরিব বেঘোরে !
বলো কি হে , কি বিপদ – পীড়িত মানব
কোথা হইতে আসিল এহেন দানব ?
উঠিলেন বাগ্দেবী গম্ভীর বদন
বলিতেছি আমি সবে শুনো দিয়া মন ।
মর্ত্যভূমে দেশ এক অতীব বৃহৎ
চীনি চীনি নাম তার প্রাচ্যের তাকৎ ।
কর্মে নিপুন দেশ , খাদ্যে সুরসিক
কেটে কুটে খেয়ে নেয় পশু-পক্ষী সরীসৃপ!
সাপ, বাদুড়, আরশোলা কিছু নেই বাদ
এত মাংস ভক্ষণেই হইলো বরবাদ ।
পশুর জীবাণু এক প্রবেশিল মনুষ্য শরীরে
এক থেকে অন্য দেহে নিশ্চিন্তে বিহারে ।
মা লক্ষী ক্ষেদভরে বলিলেন উঠিয়া
এসব কি খায় চীনি চীনি সুখাদ্য ছাড়িয়া !
চর্ব্য চোষ্য লেহ্য পেয় যাহা পায় খায়
সেই সঙ্গে হাঁচি কাশি জীবাণু ছড়ায় ।
ঔষধ পথ্য কিছুতেই না হইতেছে কাজ
অচিরেই মানব জাতি হইবে লোপাট !
হাল ছেড়োনা ভায়া দিতেছি নিদান
সামাজিক দূরত্বই ইহার বিধান –
অশ্বিনী ভাতৃদ্বয় স্বর্গের ডাক্তার
মাথা নাড়ি কহিলেন জ্ঞান প্রগাঢ় ।
বিশ্বকর্মা কহিলেন কল-কারখানা বন্ধ দুয়ার
দোকান পাঠ বিদ্যালয় শূন্য পারাবার ।
তদুপরি আরো শুন বলিতে হয় দ্বিধা
পার্টি প্রেমী বঙ্গবাসী জীবাণু তে সিধা ।
আরো আছে , এই বলি উঠিলেন মদন দেব
পতি-পত্নী বদ্ধ গৃহে চূড়ান্ত মতোভেদ ।
এদিকে যমরাজ ভেবে ভেবে অকুল পাথার
যমালয় পরিপূর্ণ, এইবার পরপারে রাখি কি প্রকার ?
ব্রম্মা , বিষ্ণু , মহেশ্বর একযোগে বলে
মর্ত্যের লিডার গুলো করিতেছে কি তাহলে ?
এত কান্ড হলো কেন উহারা ছিলেন কোথায়
ভোট পাইয়া ,মাসল দেখাইয়া মিথ্যা বুলি কপচায় !
বাকরুদ্ধ দেবগণ , উর্বশী রম্ভা কাঁদিয়া ভাসায়
বলো দেব কি রূপে এজীবাণু হইবেক ক্ষয় ?
চিন্তিয়া মহাদেব কহিলেন চুলকাইয়া জটা
দশভুজা দূর্গা হতে পারে মানবের ত্রাতা ।
অতএব মা দূর্গা শুনিলেন বিপদ অতি
আশ্বাসিলেন ভরসা রাখো বিজ্ঞানের প্রতি ।
ধরিব দশ হস্তে বিজ্ঞানের আধার
জ্ঞানের আলোয় হইবে জগৎ উদ্ধার ।
এসেছে শরৎ কাল বাঙালী সাজ সাজ
অন্তর্জালে হবে এবার মা দুগ্গার পূজো ।
Comments »
No comments yet.
RSS feed for comments on this post. TrackBack URL
Leave a comment