মেঘলা আকাশ —–
রবির কিরণ মুখ ঢেকেছে ——
কালো মেঘের আড়ালে।
জলের স্রোতে কত কিছু ছুটে চলেছে—–
দূর – দিগন্তে —–
স্রোতের আলপনারা মুহূর্তে মিলিয়ে যাচ্ছে চোখের অগোচরে ——-
নির্জন জেটিতে বসে কাটাছেঁড়া করছিলাম নিজের জীবন প্রবাহ।
বিকেলের মৃদু মন্দ বাতাস —–
আমায় ছুঁয়ে গন্তব্যের পথে—–
এক মনে নদীর জলে—-
কোনো এক অবয়বের খোঁজে —-
অনেকক্ষন তাকিয়ে —-
কার অবয়ব!!
নিজেও জানিনা —-
টানাপোড়েনের জীবন থেকে পাতাটা ছিঁড়ে ——
যার হাত ধরতে পারবো—-
হয়তো সেই অবয়ব…….
ফুলের মালা,কচুরিপানা,পলিথিন,বোতল —
খড় – কুটো,কত — কত কি ভেসে চলেছে —
স্রোতের টানে —-
আমাকে কেন ভাসিয়ে নিয়ে যাচ্ছে না —–।।
ভেসে গেলে তো সব শেষ —
তাই আঁকড়ে আছি —-
অন্তিম ভরসার অপেক্ষায় —-
সেই অবয়বের খোঁজে ——।।
হঠাৎ সাইরেনের শব্দে চমক ভাঙলো —
অবয়বটা তৈরি হতে গিয়েও ——
স্রোতের টানে মিলিয়ে গেল ——-।।
কখন লঞ্চ এসেছে খেয়াল ই করিনি —
কত মানুষ ভিড় করেছিল জেটিটা —-
বুঝতে পারিনি।
তাড়াহুড়ো করে লঞ্চে উঠলাম —
দূরে মিলিয়ে যাচ্ছে চাঁদপাল ঘাট—-
জেটির নির্জনতা —-
হাওয়ার শব্দে ….. আমি গন্তব্যের পথে।।
Comments »
No comments yet.
RSS feed for comments on this post. TrackBack URL
Leave a comment