বাঁধনছাড়া ইচ্ছেরা যে উস্কানি দেয় বড়,
হেসে হেসে মনও বলে,চলো, কল্পনা ধর!
অল্প কিছুক্ষণই নাহয় বাস্তব থেকে সরো,
মাথাকে ঘুমপাড়িয়ে,শুধু হিসেব বন্ধ কর।
বন্ধ চোখেই পাখি হয়ে আমি,ছুঁই মেঘের হাসি,
আবার,পরক্ষণেই সাঁ সাঁ করে,ছুট্টে নেমে আসি,
পারেনা কেউ ধরতে মোরে ,নই তো আর দাসী!
হেথা-হোথা ইচ্ছামত শুধু নিজ মনের সুখে ভাসি।
কভুবা আমি বড্ড সাজি,আঁশ-পাখনা পড়ে,
সাঁতরে চলি জলের রাশি,কে আর আমায় ধরে!
অন্য এ এক আশ্চর্যের জগৎ!দেখি দুচোখ ভরে,
বলি ওদের,খেলতে নিবি?এসেছি তোদের দোরে।
কল্পালোকেই যাইচলে ওই সুদূর তারাদের দেশে,
ভীষণ রঙিন ওঁরা,সেজে থাকে কত্ত রকম বেশে!
সস্নেহে কাছে ডাকে আমায় ভালোবেসে..
চুপটি করে অনেক গল্পশুনি তাঁদের কোল ঘেঁসে।
ভয়নেই এতে,খুব মজা,হানাহানিও পড়ন্ত,
ভুলই বা কি?চেষ্টা থাকলেই হবে সব জীবন্ত,
অমোঘ এ এক শক্তি যা অবাধ…অনন্ত…
কল্পনা ছাড়া অবশ্যম্ভাবীই কিন্তু “কল্পান্ত”।
Comments »
No comments yet.
RSS feed for comments on this post. TrackBack URL
Leave a comment