সৌরশাসন
ভীষণ গ্রীষ্মের চরম দুপুরে
সোজা রাস্তায় হেঁটে চলা
নিরুপায়, নিঃসঙ্গ …
কোটি কোটি মাইল দুরের
সূর্যের প্রচণ্ড দাপটে
শরীর নিস্তেজ,
চোখ আলোতে অন্ধ
তবু নিরুপায়, নিঃসঙ্গ ।
বট নেই, বড় বাড়ীর ছায়া নেই,
একটুকরো মেঘের ছাদর নেই,
এক ফোঁটা জল নেই –
যেন আশা নেই, আশ্বাস নেই,
নেই ভাবার অবকাশ ।
ভাবার শক্তিটুকু ও নিংড়ে নিয়েছে,
শুষে নিয়েছে সূর্যের তেজ ।
এর মধ্যে পাওয়া একটা ভাঙ্গা ল্যাম্পপোষ্ট
আলো নেই, মেরুদণ্ড ভাঙ্গা, মরচে পরা –
সেই ল্যাম্পপোষ্টের এক চিলতে শীর্ণ ছায়া
বট অশ্বত্থের মায়াময় শান্তি মাখা ।
চোখ আবার খুলতে পাই,
আবার আশা দেখতে পাই
আর দেখি এক ক্ষুদ্রের নিঃশব্দ তীব্র আক্রমণ
সূর্যকে – বিশাল তেজকে এক শীর্ণের থাপ্পড় ।
নতজানু হই মেরুদণ্ডহীনের কাছে,
দর্পের কাছে নয় ।।
সুমন কুমার চন্দ্র
(IIEST/বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ, ইলেক্ট্রিক্যাল ’৯৮)
Comments »
No comments yet.
RSS feed for comments on this post. TrackBack URL
Leave a comment