আমরা একটা বৃত্তের মতো হয়ে গেছি
যার কেন্দ্রে “আমি” বাস করি ।
বৃত্তের পরিধি গুলো সংকুচিত হয়ে
আমার কেন্দ্র বিন্দুতে মিলিয়ে যাচ্ছে ।
আমাদের চারপাশে অসংখ্য বেড়া
উঁচু উঁচু পাঁচিল –অহংকারের পাঁচিল
এই পাঁচিলের মধ্যে দিয়ে ঢোকে না আলো
আসেনা বাতাস ।
তাই যে বৃত্তের পরিধি হয়তো অসীমের মধ্যে
বিলীন হতে পারতো
তা আমিত্বের কেন্দ্রে সীমাবদ্ধ ।
আর সেই সীমাবদ্ধ আমরা
আলোহীন বায়ূহীন আমরা
প্রতিদিন দেখো গলে পচে যাচ্ছি ।
মানবিকতা খসে পড়ছে ।
শুধু বেঁচে আছি অমানবিক কঙ্কাল হয়ে ।
মানুষ নামের পচা গলা লাশ হয়ে ।
অপর্ণা
Comments »
No comments yet.
RSS feed for comments on this post. TrackBack URL
Leave a comment