কপালে কি লেগে ওটা তোমার, রক্ত?নাকি সিঁদুর?
হাতের কাছে বন্দুক আমার, শান্তি বহুদূর ||
জঙ্গিতে আজ ভরেছে ঘর, নেই কোনো আপনজন,
মনটা আমার খুঁতখুঁতে তাই,একটু বেশিই সন্দেহপ্রবণ ||
বদলে গেছি তুমি আমি, বদল হয়েছে ধরণীর ,
ডাইনোসরের হাত ধরে আজ, অবলুপ্তির পথে শান্তিনীড় ||
‘প্রেম–ভালোবাসা‘ সেসব কি,পৃথিবীর অভিধানে তো আজ এসব বাদ,
কানে তোমার গান আসে না আর, আসে শুধুই আর্তনাদ ||
ভাঙছে বাড়ি, যাচ্ছে প্রাণ, মরছে শহর,বিকোচ্ছে মন ,
দিনে দিনে হচ্ছে শুধুই, মানবতার শীঘ্রপতন ||
ধানসিঁড়িটির তীরে শান্তি দেখিতে,আবার আসিব ফিরিয়া,
তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো , ভালো থেকো সিরিয়া ||
Comments »
No comments yet.
RSS feed for comments on this post. TrackBack URL
Leave a comment