সত্যি বলছি রেসের ঘোড়া,
হতেই ভাল লাগে।
সবার সাথে রাখবো বাজী-
তোমায় নিয়ে পিঠের ‘পরে,
ছুঠব সোজা ভীযণ জোরে;
রেসের মাঠের সীমা ছেড়ে,
অজানা এক দেশে।
অভীক তুমি রাজী?বলো রাজী।
হঠাৎ যদি ঝড় এসে যায়,
ঘূর্ণি হাওয়ায় দিক ভূলে যাই-
চারিদিকে আঁধার হয়ে’
তুমুল বৃষ্টি আসে।
এ কোনখানে কোথায়,
এলাম গহীন বনের মাঝে-
জন মানুষ পশু পাখী;
নেই যে কিছুই কাছে।
তবু আমি থামলাম না,
তোমায় পিঠে নিয়ে-
ঝড় বৃষ্টি মাথায় করে;
গেলাম শুধু দৌড়িয়ে।
হঠাৎ তুমি ছিটকে গিয়ে,
কোথায় গেলে পড়ে-
আমার পা সেই জলে কাদায়;
ডোবে কোন গভীরে।
সারাটি রাত খুঁজে খুঁজে,
পেলাম নাকো তোমায়-
অবশেষে ফিরে গেলাম;
পুরোনো সেই ডেরায়।
ভীষন ভাবে একা একা,
সবই কেমন ফাঁকা ফাঁকা-
পথ ক্রমশঃ গাঢ় কান্না;
তোমাকে যে ছেড়ে থাকা,
এতই শক্ত জানতাম না।
সত্যিই আমি জানতাম না!!
Comments »
No comments yet.
RSS feed for comments on this post. TrackBack URL
Leave a comment