মানুষ আমায় বিস্মিত করে চিরকাল
গুহামানব থেকে যন্ত্র মানব-
সময়ের স্রোতে যদিও বা প্রবহমান মহাকাল।
মানুষ মনে বিস্ময় জাগায় চিরকাল ।
মানুষ আমার চেতনায় তোলে আলোড়ন
আঁধার গুহায় আঁকা সেই হাজার আলোর বাইসন।
আলতামিরা য় মিশে যায় ভীমভেটকার মস্তিস্কের রসায়ন !
অগ্নি স্ফুলিঙ্গের পাশে উচ্চারিত প্রথম শব্দ বন্ধন
মনের মধ্যে জাগা ভালোবাসার প্রথম স্পন্দন –
সেই তুষার যুগে চুল্লি র পাশে
প্রথম সে কোন জন
শিশুকে কবরে রেখে স্নেহ ভরে দিয়েছিল চুম্বন !!
আকাশের কোন মায়াময় ছায়াপথের কোনে
প্রথম মানবমন ঈশ্বরকে কল্পনায় বোনে
শরীরী যৌনতা কে ছাপিয়ে কবে জেগেছিল প্রেম
আত্ম নিবদন; ঈশ্বরের প্রেমে,
মানবিক প্রেমে প্রতিটি মানব মুখে শিশু র সারল্য আসে নেমে !!
কান্না হাসির সুতোয় জীবনকে বোনা
মানুষ আমায় শিহরিত করে চিরদিন।
এ মানব জীবনে তাই সকলের তরে
রইলো ভালবাসার ঋণ ।
Comments »
No comments yet.
RSS feed for comments on this post. TrackBack URL
Leave a comment