আকন্ঠ অভিমান নিয়ে বসে আছি
মন হয়ে আছে বিরূপ।
তুমি তো চিরসখা স্বরূপ
সূর্য কোটি সমপ্রভা বিশ্বরূপ
তবু কেন এ তোমার নিষ্ঠুর খেলা
মৃত্যুতেই যদি ঠেকবে পাড়ে জীবন ভেলা,
মাথুরই যদি নিয়তি এ জীবনের
তবে কেন সাজালে জীবনের রাস,এ মিলনমেলা।
কেন সাজিয়েছো নিজ হাতে আমায়?
কেন জাগালে চেতনা মস্তিস্কে এক লহমায়?
যদি সব কিছু শূন্য হবে মৃত্যুর পর নিমেষে।
কি হবে তবে এ জীবনে ভালোবেসে !
শূন্য থেকে শুরু করে যদি শূন্যে ই ফিরে আসি
তবে কেন এ জীবন এতো প্রিয় এতো ভালোবাসি !
তবে কি এ জীবনই সেই পথ
যে পথের শেষে থাকো তুমি
তোমার বাঁশি তাই আকুল বাজে প্রানে
চেতনার চরম অনুভূতি হয়ে
হৃদয় তন্ত্রী তে গানে গানে।
জীবনের সুখ দুঃখ শেষে যে আনন্দ পড়ে থাকে
যে আনন্দকে পাবে বলেই প্রতিদিন পাখি ডাকে।
সে আনন্দে তোমায় করি অনুভব
যে আনন্দ তালের ছন্দে হৃদযন্ত্র সরব
সাধক বিভোর হয় আপন সাধনায়
যে আনন্দ ধারায় নদী বয়ে যায়।
চেতনার আলোয় আনন্দময় তুমি
তোমায় চাই
নিখিলের আনন্দযজ্ঞে তোমাকেই পাই।
Comments »
No comments yet.
RSS feed for comments on this post. TrackBack URL
Leave a comment