ভানুমোতি খেল
গিয়েছিলো হানিমুনে
ওয়াইকিকি বীচে
অদূরেই ডলফিন
হাঁটু জল নীচে
চাঁদের ঐ আলোতে
চকচকে বালি
স্যাঁৎসেতে মনটাকে
করছিলো খালি
চারিদিক নিঃশ্চুপ
গাছপালা সারি
বলে ওঠে বিরহটা
সইতে যে নারি
ক্ষ্যাপা বলে ক্ষেপী-কে
“চলো খুঁড়ি বালি
রাত জেগে জেগে মোর
আঁখি তলে কালি”
ক্ষেপী দিলো উত্তর
“আমি অনুগামী-
চলো তুমি এগিয়ে
যেও নাকো থামি
সঁপেছি যে মনটাকে
শুধু, তোমারই হাতে
খাবো নুন, দৈ-ভাত
পড়ে থাকা পাতে”
শুনে ক্ষ্যাপা বলে খুশি
“এসো দিই হাগ
ওয়াইকিকি বীচে থাক
হানিমুন দাগ”
ঘাম দিয়ে পালালো যে
ক্ষেপী-টার জ্বর
“আজ থেকে আমরাই
বৌ আর বর”
অদূরেই ডলফিন
প্রেমালাপ কথা
শুনে হেসে বললো যে
“থাক এই তথা-
ক্ষ্যাপা নও, জানি তুমি
ভানু লাল সেন
চিনি আমি ক্ষেপী-কেও,
মোতি মিং চেন
আমি “হিরে” ডলফিন
কান দুটো খাড়া
“তোমাদের প্রেমালাপ
দিলো মনে নাড়া
উইস ইউ গুড লাক
“ফিস ফিস” টেল(Tale)
ক্যারি অন গাইজ
ইওর ভানুমোতি খেল।”
Comments »
No comments yet.
RSS feed for comments on this post. TrackBack URL
Leave a comment