কলমে : সৌমি জানা
একটা ডাল ভাত চচ্চড়ির জীবনে আমার অভ্যেস
হাওয়ায় শুনি অনেক ফিসফিসানি
কিন্তু কান পাতি না…হয়তো বা পাতি
কখনো সখনো, তবে হাত বাড়াই না
ছাপোষা মধ্যবিত্ত মন তো
সব সময় একটা হারানোর ভয় থাকে-
না না বহুমূল্য কিছুই তো নেই আমার হারানোর,
ভয় টা বেশিটাই নিজেকে হারানোর
অথবা রাস্তা হারানোর…
সেই ছোট্ট থেকে শিখিয়ে দেওয়া বাঁধা গৎ , চেনা ছক
যদি হারিয়ে ফেলি, তাও এই মাঝ বয়সে
তখন কি আর নতুন করে ধ্রুব তারাটি দেখতে পাবো
যেটি দেখাবে পথের দিশা l
আজকাল প্রায়ই একটা বুনো ফুলের গন্ধ পাই..
গন্ধ টা আস্তে আস্তে কেমন যেন শিরা উপশিরায় ছড়িয়ে যায়
একটা অচেনা ঘ্রাণ, অনেকটা বিষ এর মতো মিষ্টি
হৃদয় ফুটো করে একেবারে মরমে ঢুকে যায়
কিন্তু সেই ভয় টা আর করে না
মনে হয় ছাড়তে শেখার খেলাটা এবার বুঝতে শুরু করেছি l
বেশ ছোট বেলায় লুডো খেলতে শিখেছিলাম
ঘুঁটি হারালেই কান্না কাটি
ঘুঁটির ঘেঁটি ধরে ছুটে চলো
কিন্তু ছক্কা র ওপর তো কারোর হাত নেই
তবে জিৎ হবে সব ঘুঁটি কে মুক্তি দিয়ে
একদম বোর্ড এর বাইরে
ঘুঁটি দের পায়ে পায়ে ছাড়তে দেওয়া টা এতদিনে শিখতে শুরু করেছি
তাইতো বুনো ফুলের গন্ধটা মাঝে মাঝেই জড়িয়ে ধরে
চোখ বুজলে রঙ্গীন ছবি গুলো এখন আর ততটা স্পষ্ট দেখি না
যেগুলোর দিকে তাকিয়ে অনেক রাস্তা হেঁটেছি – চোখ বুজে
এও সেই ছোটবেলার অভ্যেস , জলছবি ঘষে ঘষে রং বার করা
সেই পাগলামি টাও কাটিয়ে উঠছি , সত্যি কত যুগ লেগে গেল বড় হতে
ভাবলে অবাক হই, কত বোকামি করেছি প্রতিদিন
চূড়ান্ত হাস্যকর বৈকি !
আজ বুঝেছি বেঁচে থাকার জন্য স্বপ্ন দেখার প্রয়োজন নেই
ওটা উদ্বৃত্ত , ওতে অকারণে মন ভাঙে
কাঁচের মতো চুড়চুড়, আর জোড়া লাগে না
তাই স্বপ্নপ্রেমী রা আজ বাতিলের দলে
কিন্তু ওই মিষ্টি বিষ গন্ধ টা বেশ নিজের মতো লাগে
মাথায় ঘুরপাক খায়
কেউ তো জড়িয়ে আছে আমার চেতনায়
একদিন হেঁটে যাবো জ্যোৎস্না মেখে
বনের পথে, বুনো ফুলের গন্ধ ঠিক চিনিয়ে দেবে রাস্তা
বিষের বাঁশি হয়তো ডেকে নেবে কাছে
স্বপ্ন নয়, এ এক চূড়ান্ত বিশ্বাস l
Comments »
No comments yet.
RSS feed for comments on this post. TrackBack URL
Leave a comment