বারাঙ্গনা – সনেট
শহরের বুকে নামে ঘুমঘুম রাত,
শীতার্ত,গলির মোড়ে সারমেয় দল,
অন্য পাড়ায় তখন জমেছে মৌতাত-
মাদকের গন্ধভরা হাসি খলখল।
ক্লান্ত বিষাদ শরীর তবু নেই ছাড়
দেহের উত্তাপে তার রুটি হয় সেঁকা,
ভোগ্য পণ্য বারাঙ্গনা নেই অধিকার
তবু দাঁতে দাঁত চিপে স্বপ্ন চোখে আঁকা।
পিতৃ পরিচয়হীন জঠরের ধন
পাবে দুই মুঠো ভাত চিনবে অক্ষর ,
এটুকু আশায় বাঁচা যুদ্ধ আজীবন,
কন্যা হবে পঙ্ক মুক্ত আশা নিরন্তর।
নীলকণ্ঠ সম দেহ আত্মা অমলিন
জবালা উত্তরসূরী স্নেহধারে লীন।
Comments »
No comments yet.
RSS feed for comments on this post. TrackBack URL
Leave a comment