বন্ধু কাকে বলে সংহতি চক্রবর্ত্তী
মাকে এসে সুধায় রূপা বসে মায়ের কোলে,
মাগো তুমি বলো আমায় বন্ধু কাকে বলে;
কথা শুনে আদর করে রূপাকে মা জড়িয়ে ধরে,
বলে কানে কানে,
“বন্ধু সে হয় যে তোমাকে সবচাইতে ভালো জানে,
দুঃখের দিনে সুখের দিনে যেজন পাশে থাকে –
তোমার বলা সব কথাকেই মনে ধরে রাখে;
হাতের পরে হাতটি ধরে যেজন সাথে চলে
বন্ধু জেনো তাকেই বলে।
তোমার দুঃখে যে হয় দুঃখী, তোমার সুখে সুখী,
হাসতে তোমায় দেখলে হাসি যাহার মুখে ভরে–
কান্না তোমার দেখে যাহার কান্না ঝরে পড়ে;
রাখবে তোমায় সবার ওপর নিজে থাকবে তলে
বন্ধু জেনো তাকেই বলে।
যে জানে সব মনের কথা লুকোনো রাগ গোপন ব্যাথা,
পাশে এসে বোঝায় হেঁসে দুচোখ ভরা জলে;
তাকেই আসল বন্ধু বলে”।
শুনে রূপা উঠে বসে মাকে জড়িয়ে হেঁসে বলে
“এবার আমি বুঝেছি মা বন্ধু কাকে বলে
মাগো তুমি আজকে থেকে বন্ধু আমার হলে”।
Comments »
No comments yet.
RSS feed for comments on this post. TrackBack URL
Leave a comment