প্রশ্ন – কবিগুরুকে
আমারে তুমি অশেষ করেছ, তবু কেন মনে শেষের সুরটি বাজে?
ফুরায়ে ফেলে আবার ভরেছ, তবু গৃহকোণে শূন্যকুম্ভ রাজে!
কত যে তান বাজালে ফিরে ফিরে, তবু এ-বাঁশিতে ঠিক সুর লাগে না যে –
যতই দিয়েছ অনন্তের আস্বাদ, তবু বেলাশেষে ফিরি বিবর্ণ সাজে !
খেলাঘর ভরা বিচিত্র খেলনাতে, তবু এ-জীবন পূর্ণতা পায় না যে –
বহুতর কাজে রেখেছ যে মোরে টানি, তবু এ-হৃদয় যতি খোঁজে কেন কাজে?
তোমারই ঐ অমৃত পরশে আমার হিয়াখানি হারাল সীমা বিপুল হরষে উথলি উঠে বাণী –
নিয়েছি তো তারে অশেষ ভাগ্য মানি; তবু কেন এই মনের কোণেতে সীমার বাঁধন টানি?
আমার এ শুধু একটি মুঠি ভরি, দিতেছ দান দিবস-বিভাবরী –
তাও মানি আজ; কৃতজ্ঞতার নাহি কোনও অবশেষ –
সেই দানে মোর ভরেছে জীবন, তবু জানি হে রাজেশ,
তবু দিনশেষে তীরে ফেলে মোরে ফিরিবে সোনার তরী,
দিগন্ত-পারে ঝিল্লির রবে আঁধার আসিবে ঘেরি।।
[প্রশ্নটা আমার হতে পারে – ছন্দটা আর মূল কথাগুলি মূলগায়েনের, সেই যার কাছে “কেবলই আমি লব।“ – ধার নিয়েছি, শোধ দেওয়ার চেষ্টামাত্র না করে ! – অ.ব ]
Comments »
No comments yet.
RSS feed for comments on this post. TrackBack URL
Leave a comment