ওগো রোদ্দুর,
মেঘের আড়ালে গুটি গুটি পায়ে-
হেঁটে যাও কদ্দুর?
কুয়াশায় ঢাকা মেঘের চাদরে,
সলাজ বধূটি মোর-
দেখি মাঝে মাঝে ওড়না দুলিয়ে;
খুলে দেয় নিজ দোর।
প্রভাতে ওঠেনা পাখির কূজন,
ডাকেনা বিহগ কূল-
শীতে থর থর বৃক্ষ সকল;
প্রকৃতির হৃদ ব্যাকুল।
মেলে নাতো আঁখি সরিষার ক্ষেত,
মধূপ বসেনা তায়-
হলুদ বসন পরে না যে বধূ;
আলতা পরে না পায়ে।
আকাশে দেখি না নীলের চাদর,
চাষীরা ভাবিছে তাই-
মধ্য গগনে বারিদ কূল;
রামধনু রং কই?
ভোর না সন্ধ্যা বোঝে না যে বধূ,
শঙ্খ বাজায় দোরে-
সন্ধ্যা ভাবিয়া ফিরছে পাখিরা;
যে যাহার নিজ ঘরে।
কুয়াশার সাথে দূষণ চাদরে,
থেকোনা আমার বঁধূ-
ছিঁড়ে ফেলো তব সলাজ ওড়না;
মুছে ফেলো সব কিছু।
নূতনের সাথে চির পুরাতন,
তোমারই এ বিশ্বলোক-
তোমার কিরণে পৃথিবী যেন;
দূষন মুক্ত হোক।।
Comments »
No comments yet.
RSS feed for comments on this post. TrackBack URL
Leave a comment