নামহীন পত্র
(১)
বৃষ্টি হয়েছিল আজ সারা সকাল জুড়ে
সোঁদা গন্ধটা তাই এখনো ভেজা বাতাসে,
এদিকে ওদিকে তাকাই, চারিপাশ নিস্তব্ধ
বয়ে যায় বাতাস, সে তো বড়ই মত্ত।
পশ্চিমের আকাশে ডোবে ওই সূর্য,
আজকে যে সে অতিশয় ক্লান্ত।
পাখিরা সাথে নিয়ে একরাশ কলতান,
কোরাসে গায়ে বাড়ি ফেরার প্রিয় গান।
দূরে দূরে সবুজের এই ওই মাথা যে
হাওয়াতে দোলে আজ অজানা আনন্দে।
নীল আকাশ মাঝে রঙের কিছু ফোঁটা,
ঘুড়ি ওড়ে; বিমান পাড়ি দেয় অচিনপুরে।
শঙ্খধ্বনি – সম এক শব্দ ভেসে এলো,
ছ’টার লোকাল ট্রেন পাশ দিয়ে গেল।
ভরা এখন ট্রেন; অফিস যাত্রীদের বাড়ি ফেরা,
সবই সাধারণ — তবু মনে কেন আকুলতা?
আজ হাওয়া অন্যরকম, কেমন যেন খাপছাড়া,
অচেনা আবেগে এক নিজেকে লাগে মন মরা।
সবার মাঝে থেকেও কেউই যেন নেই পাশে,
না-জানা কারও প্রতীক্ষাতে সবই তো অচেনা লাগে।
(২)
আজ সারাদিন ধরে রিমঝিম,
বারির ধারা যে অমলিন,
ধুয়ে মুছে দেয় সব বেদনা —
বার্তা দেয় নতুন সূচনার!
শ্রান্ত আজ চারিপাশ—
শ্যামল স্নাত পরিপাশ,
অজানা এক রোমাঞ্চ।
দূর হতে আসে ভেসে
ক্লান্ত ট্রেনের হর্ন,
থেকে থেকে জেগে ওঠে
একাকিত্ব।
তবু এ মন কৌতুহলী,
আবেগ চালিত
এবং
ঘটনা তাড়িত।
তাই খুঁজে চলে সঙ্গী,
কত মুখ, কত নাম, কত শত
চেষ্টা — তবু ধরা দেয় না শ্রী।
তোমাকে পেতে চায় মন,
মানে না কোন বাধা,
গন্ডি কি বাঁধতে পারে
যদি থাকে ভালোবাসা।
তবু আজ প্রকৃতি কী চাইল—
যে এত বৃষ্টি হল,
হৃদয়ের মরুভূমি ভিজে গিয়ে
উর্বরা হল!
একরাশ ঝোড়ো হাওয়া এসে,
উড়িয়ে নিয়ে গেল—
অতীতের স্মৃতিময় মুড়ে ফেলা
কাগজের কুচিগুলো।
তোমাকে খুঁজেছিলাম আমি
শহরের অলিতে গলিতে,
মেদিনীর জল-হাওয়া-
মাটিতে,
মায়ার লীলা প্রবাহে,
তুমি দিলে ধরা নিজে।
তোমার মধ্যে আছে আবেশ এক,
আছে কত মিল—
আর আছে অব্যক্ত
আকর্ষণ।
এই টান নেহাতই মিথ্যা নয়,
আবেশে বেঁধেছে আমায়—
তব স্নেহ না পেলে
যাবো আমি কোথায়?
আজ তুমি-আর-আমি শুধু,
আর মেঘেদের ঘনঘটা,
তরু ছায়ার নীচে বসে
দেখি দূর উপত্যকা।
ধারাপাত মাঝে আমরা নিজেদের
চিনি; তুমি আর আমি নিয়ে
এ এক আপন পৃথিবী।
তাও হঠাৎ করে ডরে যায় মন,
স্মৃতির জীবনধারা পাঠায় সমন!
আশা আছে,
আছে তাই ভালোবাসা,
সাহস না থাকলে কি—
সহজেই যায় কাউকে পাওয়া!
তাই তুমি আমার নীহারিকা,
আমি তোমার ছায়াপথ,
আমি সাগর, তুমি চাঁদ,
খেলে তাই জোয়ার – ভাঁটা।
মনভূমির পদ্ম তুমি,
শত পুষ্পের রানী—
আমার জল-আলো-বাতাস
জুড়ে
আছো শুধু তুমি—
আমার শ্রীমতি।।
Comments »
No comments yet.
RSS feed for comments on this post. TrackBack URL
Leave a comment