এখনও মাঝে মাঝে
একলা খোলা ছাদে
খুব ইচ্ছে করে
বসে গল্প করি তারাদের সাথে মনে মনে
কিন্তু জানি না এখন তারারা কোথায় থাকে
মহাকাশের কোন অধরা কোনে ?
এখন ওরা কেউ আসেনা
চোখের তারায় স্বপ্নে ভাসে না।
ওরা কোথায় গেল হারিয়ে
ছায়াপথের আড়ালে অবোধ শৈশবকে মাড়িয়ে।
এখন যে পৃথিবী উৎসবহীন
ভুলে গেছে মানুষ সবুজের ঋন
তাই আকাশের সামিয়ানা ছেঁড়া ছেঁড়া
তারাদের আলো নিষ্প্রাণ ধূষরতায় মলিন।
কালো বিষে ছেয়ে গেছে বাতাস
ধোঁয়ায় ধোঁয়ায় আচ্ছন্ন আকাশ
বাঁশি গেছে থেমে আকাশের
যে বাঁশির সুরে একদিন পৃথিবী ভাসতো
মাটির কাছাকাছি, মানুষের কাছাকাছি
তারারা আসতো।
সে বাঁশির সুর নিভে এলো।
ওরা মিলিয়ে গেল,
চলে গেল দূষনের চাদরে ঢেকে
হলোকাস্ট এ নিহত লক্ষ লক্ষ ঈহূদীদের মতো
লক্ষ লক্ষ তারা রা আজ মৃত
দূষিত নিঃশ্বাসে দমবন্ধ হয়ে –
আজ তাই শৈশব বড়ো একা
ফুরিয়েছে স্বপ্ন দেখা ।
দুঃস্বপ্ন রা ধবংসের বেশে কড়া নাড়ে
পচে যাওয়া,ক্ষয়ে যাওয়া এই সভ্যতার দরবারে ।
দূর বহু দূর থেকে তারারা পৃথিবীকে
দেখে মলিন চোখে
শিশিরকণায় অশ্রু দেয় এঁকে ।
Comments »
No comments yet.
RSS feed for comments on this post. TrackBack URL
Leave a comment