লাল ঘুড়ি সাদা ঘুড়ি
করে ছাদে ওড়াউড়ি চেঁচিয়ে বলি “ভোঁ কাট টা- আচারের বয়ামে তে দুপুরটা কেটে যায় খাই কিল, কানমলা গাট্টা । ছুটি ছুটি দেখা ছিল গরমের ছুটিতে – সপাইডার ম্যান আর টম-জেরী জুটি তে। বুস্টার অ্যান্টেনা ছাড়া – টিভি হয় কানা – পাড়া করে তোলপাড় কার জিত কার হার কষে হয় ঝগড়াটা বাঙাল আর ঘটিতে । পিট্টূ , গোল্লাছুট , ক্রিকেট বা ফুটবল গায়ে মেখে নিয়ে রোদ চলরে বন্ধু চল । সন্ধে তে অঙ্ক ঘুম বেশী পড়া কম- তার সাথে লোড শেডিং হরদম হরদম… কাটা ছেঁড়া হাঁটু পায়ে |
লাগাই দূব্বোঘাস
শীতকালে ফাটা ঠোঁটে বোরোলীন বোরোপ্লাস চুলে নারকেল তেল রঙিন ফিতের সাজ।। তারপর কখন যে পনিটেল বেণী হয় স্কুলের গন্ডি ছাড়ি দুরুদুরু বুকে ভয় ফ্রক হল চুড়িদার সিনেমা লুকিয়ে দেখা ” ম্যায়নে প্যার কিয়া” রোমাঞ্চে চিঠি লেখা । ……. খোলা চিঠি পালটায় ই-মেলের পাতাতে শতাব্দী শেষ হয়- হেডফোন মাথাতে। ফাঁকা মাঠে ফ্ল্যাট বাড়ি ভিডিও তে হয় গেম কংক্রিটে হাঁসফাঁস কিশোর বেলার প্রেম সেদিনের পাগলী টা আজকের সংসারী ‘সার’ খুঁজে মরে সে যে সবই লাগে ‘সং’ ভারি ।। |
Comments »
No comments yet.
RSS feed for comments on this post. TrackBack URL
Leave a comment