হহু বারান্দা কেঁপে ওঠে নীল খামে,
দেরীতে জানার অনুতাপে মন পোড়ে-
এখানে দুজনে পাশ ফিরে শোয়া রাতে;
‘যদিদং…’ গেরো হামেশাই খুলে পড়ে।
ওখানে তুমিও লাল কাঁটাতারে বাঁধা,
জানলা টপকে ঢুকে পড়ে তবু চাঁদ-
বিষমন্তরে তোলপাড় করে বুক;
তবুও কঠিন কাটা সাতপাক ফাঁদ।
বাগান পুড়ছে ভূল ফুল ডেকে এনে,
ফুলও বৃথাই ফেংশুই মাটি খোঁজে-
মাঝখানে শোয়া ছোট্ট সাঁকোটা শুধু;
Comments »
No comments yet.
RSS feed for comments on this post. TrackBack URL
Leave a comment