~কম্পিউটার যুগের প্রেম~কম্পিউটার এর যুগে দাঁড়িয়ে তোর ঠোঁটে ঠোঁট রেখে আমি যদি বলি না ভালোবাসি না হয়ত এই আ্যরেন্ঙ্গ প্রেমে বিশ্বাসী মানুষেরা মেনে নেবে। কিছু সেক্স চ্যুয়াল যুক্তি খাঁড়া করবে যে ওটা স্বাভাবিক। কিন্তু সত্যিই কি তাই? একবার ভেবে দেখেছেন কম্পিউটার ও প্রেম এদের একটা ঈশ্বরের তৈরি। আর ঈশ্বরের তৈরি জিনিস মিথ্যা হয় না। তুই ও ওদের মতো জানতে চাইলি আমাদের সম্পর্কটা কি রকমের?বলি তাহলে শোন আমার দুজন কৃষ্ণ রাধিকা না কিন্তু আমি কৃষ্ণ হলে তুই আমার বাঁশি।তবে c++ এর দুয়ার গোরায় কিংবা java -র যুগে এরকম কাহিনী নিছক কল্পনা।প্যালিড্রম নাম্বারের কিছু ছোট্ট প্রোগ্রামিং এর মধ্যে আমি চেষ্টা করেছি অনেক বার খুঁজতে তোকে।কিন্তু খোঁজা হয়ে ওঠেনি। আসলে আমি কি চাই জানিস এই তথাকথিত আধুনিক data structur এর বাইরে বেরিয়ে কোনো অজানা গল্পের শেষ প্রান্তে দাঁড়িয়ে তোকে খুঁজে নিতে। যেখানে থাকবে না কোনো মাইক্রোসফট উইন্ডোজ কিংবা আ্যন্ড্রয়েড এর উপস্থিতি।মাঝ সমুদ্রে ভেসে যাওয়া অসহায় নাবিকের যেমন গতিপথ নির্ণয় মানায় না আমিও চাই না তেমনি আগামীর কথা ভাবতে। তোর উপসংহারের শেষে সামান্য জায়গা পেতে চাই।হ্যাঁ ভাঙ্গা স্বপ্ন আর কিছু আবেগ কুড়িয়ে তোর জন্য একটা ছোট্ট ঘর বানিয়েছি তুই এলেই ওটায় বাসা বাঁধবো।যা দেখেছিস ভাবতে ভাবতে কোন অজানা এক দুনিয়ায় চলে যাচ্ছি।চল ফিরেই এলাম, তবে বলে রাখি এই অডভান্স যুগে ও প্রেম হয়।যদি বিশ্বাস না হয় তাহলে সময় করে এসে ক্যাম্পাসিং এর জন্য জমা দেওয়া আমার CV টা দেখে যাস ওটায় লেখা আছে……“মৃত্যুর পরেও যেন তোকে ভালোবাসতে পারি”॥
Author: Subhodip Chakraborty
Comments »
No comments yet.
RSS feed for comments on this post. TrackBack URL
Leave a comment