অগোচরে দিয়ে যাও
অগোচরে
ফেরিওয়ালার মতন
দিয়ে গেছো কতকিছু
টুকরো কথার শিহরণ
নিতান্ত নিছক খেলা
কিংবা ভালোবাসাবাসি
টুকিটাকি মনের আঙিনায়
কিছুটা আড়াল ছিল
আগুনের গায়
তোলা ছিল সুরাপাত্র
রেশম জড়ানো গেলাস
মেহগনি কাঠের চেয়ার
বাগানময়
ঝুলন্ত অর্কিডও ছিল
স্পর্ধার সময়
যদি বেঁচে থাকি
ঘাসের মতোন
নিঃশব্দে শুধু
শিকড়ে শিকড়ে
তবে দৃষ্টিতে
বেঁধে দিও
জীবনের অদৃশ্য
এপার-ওপার
খরা পার করে
দেখা হবে
মিশে যাব
তারপরে
জল-মাটির
কণায় কণায়।
বিদিতা ভট্টাচার্য্য চক্রবর্তী
২৩শে মার্চ,২০২০
নিউজার্সি
Comments »
No comments yet.
RSS feed for comments on this post. TrackBack URL
Leave a comment