একটা সকাল,
একসাথে দেখা সূর্য-
একটা দুপুর;
রোদের আদর মাখা।
একটা বিকেল,
ঘাসের উপর পা-
একটা সন্ধে;
হাতেতে হাত রাখা।
একটা রাত্রি,
মুখোমুখি শুধু আমরা-
রাগের আকাশ;
অনুরাগ রাঙা হবে।
কোথাও সেদিন,
দীনতা থাকবে না-
অপেক্ষা শেষে;
এইসব কিছু হবে।
সেই দিনটার,
স্বপ্নতে বেঁচে থাকা-
যতই থাকুক;
জীবনের নানা শর্ত।
একটা দিনেই,
হারিয়ে ফেলব মন-
ওই দিনটাই;
খুঁজে দেবে সব অর্থ।
একটা দিনে,
হাঁটবো যোজন পথ-
ঝড়ে উড়ে যাবে;
অবাধ্য অভিমান।
হয়তো কখনো,
আসবে না সেই দিন-
তবু প্রতীক্ষা;
প্রাণপণ অকারণ।
ফিরে যদি পাই,
ফেলে আসা আলোরঙ-
বেঁচে নেব তবে;
একদিনে একজন্ম।
ভালোবাসো যদি,
স্বপ্নই রেখো মনে-
স্বপ্নেতে ঠিক;
মিশে যায় দুটি মন।
Comments »
No comments yet.
RSS feed for comments on this post. TrackBack URL
Leave a comment