তোমার আসার মিলল খবর – শরতের ঐ মেঘের কাছে –
দিনের কাজের ভাবনা ভোলায় – সেই-বারতা নিমেষ-মাঝে।
তখন থেকেই পথটি চেয়ে – আছি বসে মালা-হাতে,
পাইনে তবু তোমার দেখা – খুঁজি সারা দিনে-রাতে।
আলো করে এসো মাগো – মনে যে মোর আঁধার ঘোর –
পথটি তোমার দেখতে না পাই, – চোখ যে কবে ফুটবে মোর !
শরতের এই আকাশ জুড়ে – তোমার আসার সুর যে বাজে –
মন্দিরেতে এলে তুমি, – আসবে কবে হৃদয়- মাঝে !
প্রার্থনার ঐ ধ্বনি শুনি – আশ্বিনের এই শারদপ্রাতে –
“রূপং দেহি, ধনং দেহি, – যশো দেহি, নমস্তুতে।”
মন ভরে না হায়গো ওমা, – ঘরভরা সেই মন্তরেতে –
চাওয়া-পাওয়ার হিসেব শুধু – মনটি জুড়ে আসন পাতে।
তোমার পূজার আয়োজনে – ছিলেম যখন আনমনাতে –
বিদায়ক্ষনের পেলেম খবর – রাঙা মেঘের শেষ সোনাতে।
চেয়ে দেখি পূজার শেষে দেবী, – তোমার বেদীর মূলে –
যাবার চিহ্ন পড়ল ধরা – শিউলি-বনের ঝরাফুলে।
ইচ্ছে করে বলতে তোমায়, – “আর কিছু নয়, মাগো –
আঁধার রাতি আলো ক’রে – মনেতে মোর জাগো।
তোমার চরণধূলির ছোঁয়ায় – ধন্য এ’ মোর প্রবাসভূমি –
আশিস তোমার ঝরুক মাথে, – ধন্য কোরো আমায় তুমি।।”
Comments »
No comments yet.
RSS feed for comments on this post. TrackBack URL
Leave a comment