ছোটবেলায় আমরা খেলতাম একটা খেলা,
“আমি যা দেখি তুমি তা দেখ?”,
করতাম ভীষন আনন্দ আর মজা,
না ছিল কোন প্রশ্ন, সবই ছিল সোজা!
বড় হয়েই সেই খেলাটাই হয়ে গেল উল্টো,
“তুমি যা দেখ আমিতো তা দেখি না”,
“তুমি যা বোঝাও আমিতো তা বুঝি না”,
“তুমি যা বল আমিতো তা মানি না”!
‘না’য়ের বোঝায় জীবনটা হল ভারাক্রান্ত,
খেলার নিয়ম উল্টে পাল্টে সবাই পরিশ্রান্ত,
উড়ে গেল শিশুকালের সব মজা ও আনন্দ,
শুরু হলো মতের অমিল, পরস্পর দ্বন্দ!
তুমি, আমি, সবাই আমারা স্বাধীন, স্বতন্ত্র,
আমাদের দেখা-শোনা-বোঝা সব অন্য অন্য;
আমি সেটাই দেখি, যেটা আমি দেখতে চাই,
আমি সেটাই শুনি, যেটা আমি শুনতে চাই,
কেউ আমাকে কিছুই বোঝাতে পারে না,
যদি না আমি নিজেই সেটা বুঝতে চাই;
কে কি চাই, সেটা বুঝেই তো জীবনভর,
একেক জন একেক রকম পাই!
এই যে এত পার্থক্য, বৈষম্য, ভেদাভেদ,
এ সবই কিন্তু ‘আমি কি চাই’ আর
‘তুমি কি চাও’ তারি মধ্যে প্রভেদ;
এই ‘চাওয়া’ইতো ভিন্ন ভিন্ন মধ্যে সবার,
যারা জুড়ে আছে এই পৃথিবী আমার –
চেনা চেনা মুখ,পাড়া প্রতিবেশী,
ভার্চুয়াল ফ্রেন্ড সোস্যাল মিডিয়াবাসী,
সংসারের আপনজন আর সব বন্ধু বান্ধব!
তোমার ‘চাওয়া’র সাথে যখন আমার হবে মিল,
আমরা ফিরে পেতে পারি সেই বর্ণপরিচয়ের দিন,
খেলতে পারি জীবনের সহজ খেলাটাই,
যাতে, আমি যা দেখি, তুমিও দেখ তাই !!
কমল রঞ্জন আচার্য্য
২৫শে আগষ্ট, ২০২০
Comments »
No comments yet.
RSS feed for comments on this post. TrackBack URL
Leave a comment