চারদিকে কত সব চেনা চেনা মুখ,
দেখা হলেই বলে ‘হ্যালো’, ‘হাই’,
তারপর অবশ্যি দুজনেই চুপচাপ,
কারো মুখে আর কোন কথা নাই!
খুব বেশি হলে হেসে জিজ্ঞেস করে,
“কি মশাই চললেন বুঝি বাজারে?”
অথবা নিছক “কেমন আছেন?”
বা “ভালো তো?”ছোট্ট করে মাথা নেড়ে!
আমার আছে কত পাড়া প্রতিবেশী,
বেশীর ভাগই কর্মরত আর অল্পবয়েসী,
সবাই ব্যস্ত, দেখা হলে শুধু মুচকি হাসি;
আর আছে কয়েকজন আমার মতই বুড়ো,
শীতের সকালে পার্কের বেঞ্চিতে হয়ে জড়ো,
মিষ্টি রোদের আমেজ পোয়াতে পোয়াতে,
সব নেতাদের নিপাত করি করে ভীষণ মজা,
ভাবি আমরাই সব এক এক জন রাজা!
আছেতো আমার কত হোয়াটসঅ্যাপ গ্ৰুপ,
টুইটার আর সব ফেসবুক “ফ্রেন্ড”,
সারাদিন করি পোস্ট বহু ছবি, গল্প ও ভিডিও,
লাইক করি, ফরোয়ার্ড করি, ভরি ইমোজিও,
পরস্পর পিঠ চুলকোনির করি খেলা,
প্রতিদিন যেন এক ভার্চুয়াল মেলা,
বিয়ের দিনে, জন্মদিনে মোবাইলে হয় গল্প,
ফোন না করার অভিমান,
খুনসুটি অল্পসল্প!
আছে আমার ছোটবেলার কিছু খেলার সাথী,
স্কুল কলেজের অনেক বন্ধু সহপাঠী,
কেউ তারা নেই কাছে, থাকে দেশ বিদেশে,
তাদের সাথে যোগাযোগ শুধুই দূরভাষে;
আর আছে অবসর জীবনের বন্ধু মুষ্টিমেয়,
কথা হয়, দেখা হয় পার্টিতে কখন সখন,
অপেক্ষা করি অধীর আগ্রহে সেই সব সাক্ষাতের,
সময় কাটে হৈ হুল্লোরে রঙীন জলের স্রোতে!
এ ছাড়া আছে আমার সংসারের আপনজন,
দুঃখ-সুখের সাথী এরা বড়ই
আস্থাভাজন,
কেউ কাছে, কেউ দূরে, কেউবা বহু দূরে,
জীবনের বাকি সময় কাটে যাদের ডোরে,
এদের সাথেই প্রান খুলে হাসতে পারি,
মনের দুটো কথা খুলে বলতে পারি,
যাদের কাছে রয়না কিছুই গোপন,
বাকি জীবনটা এদের কাছেই পুরোপুরি সমর্পন!
চেনা চেনা মুখ সব, পাড়া-প্রতিবেশী,
ভার্চুয়াল ফ্রেন্ড সোস্যাল মিডিয়া বাসী,
এতদিনের পাওয়া সব বন্ধু ও সজ্জন,
আর আমার সংসারের সব আপনজন,
এরাই আমার পৃথিবী,এরাই আমার জীবন,
এদের নিয়েই কাটছে সময় আমার সারাক্ষণ,
এরাই আছে আমার জগৎটাকে ছেয়ে,
আমিও আছি খুশি এদের সবাইকে পেয়ে!!
২০শে আগষ্ট,২০২০
Comments »
No comments yet.
RSS feed for comments on this post. TrackBack URL
Leave a comment