প্রাসাদোপোমো অট্টালিকা নাই বা পেলাম,
শ্বেতপাথরের থালায় মোরা নাই বা খেলাম-
যেখান থেকে যাত্রা শুরু করেছিলাম;
সে পথ ছেড়ে বহূ দুরে চলে এলাম।
জীবন শুরু হয়েছিলো অশেষ দুঃখ দিয়ে,
কেউ আসেনি হাতে করে ফুলের তোড়া নিয়ে-
চোখের জলে আমরা দুজন শুধুই বুক ভিজিয়ে;
ভালোবাসার ছোট্ট নীড়টি নিলাম সাজিয়ে।
তখন কি আর ভেবেছিলাম কঠিন চলার পথে,
একজন যে সবসময়ে থাকবে সাথে সাথে-
বহূদুরে পাড়ি দিলাম শুন্য থলি হাতে;
জানতাম না পড়ব গিয়ে কোথায় কোন জগতে।
সারা জীবন দুজন মিলে অনেক কষ্ট সয়ে,
এসেছি আজ এতটা পথ ভাড়ী বোঝা বয়ে-
আমরা ছিলাম পরম বন্ধু একে অন্যের সাথী;
সকল সময় আমরা ছিলাম পরস্পরের ব্যথী।
অর্ধসতাব্দী পরে আবার ফিরে এল সেদিন,
জীবন যুদ্ধে যাত্রা শুরু হয়েছিলো যেদিন-
চোদ্দই জুলাই উনত্রিশে আষাঢ় আমাদের বড়োদিন;
ঈশ্বর ছিলেন সাথে আমরা ছিলাম না সঙ্গীহীন।।
Comments »
No comments yet.
RSS feed for comments on this post. TrackBack URL
Leave a comment